তৃণমূল প্রার্থী কি ‘বাংলাদেশি’ নাগরিক? ডিভিশন বেঞ্চে যাচ্ছেন আলোরানি

তৃণমূল প্রার্থী কি ‘বাংলাদেশি’ নাগরিক? ডিভিশন বেঞ্চে যাচ্ছেন আলোরানি

 

কলকাতা: নিজের প্রকৃত পরিচয় গোপন করার অভিযোগ উঠেছে বনগাঁ দক্ষিণ বিধানসভার তৃণমূল কংগ্রেসের প্রার্থী আলোরানী সরকারের বিরুদ্ধে৷ আলোরানির বিরুদ্ধে ভুয়ো নথি জোগাড় করে ভোটে লড়াইয়ের অভিযোগে মামলা করেছিলেন বিধায়ক স্বপন মজুমদার৷ যার জেরে আলোরানির ইলেকশন পিটিশন খারিজ করার নির্দেশ জারি করেছে কলকাতা হাই কোর্ট৷ যার বিরুদ্ধে এবার ডিভিশন বেঞ্চে যাচ্ছেন আলোরানি৷

এদিন সকালে তিনি দাবি করেন, ‘‘ভোটের সময় আমার বিরোধী প্রার্থী স্বপন মজুমদার, উনি নিজের শিক্ষাগত যোগ্যতা হিসেবে চাঁদপাড়া মণ্ডলপাড়া থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত পড়াশোনার সার্টিফিকেট জমা দিয়েছিলেন৷ খোঁজ নিয়ে দেখেছিলাম, ওটা জাল ছিল৷ তাই মামলা করেছিলাম বলেই উনি আমার বিরুদ্ধে মিথ্যে কুৎসা করতে চাইছেন৷’’ দাবি করেছেন, ‘‘বাংলাদেশে আমার ভোটার কার্ড নেই৷ ওখানে আমার বিয়ে হয়েছিল পরে আমি আবার এখানে চলে আসি৷ তাছাড়া একটা মেয়ের যেকোনও দেশে বিয়ে হতেই পারে৷ আমি এখানকার মানুষ৷ আমার প্রয়োজনীয় নথিও রয়েছে৷ সব কিছু নিয়েই আমি ডিভিশন বেঞ্চে যাচ্ছি৷ আশাকরি রায় আমার পক্ষেই যাবে৷’’

 আলোরানি

বস্তুত, তৃণমূল নেত্রী আলোরানির ভুয়ো নাগরিকত্ব দেখিয়েছেন বলে হাইকোর্টে দায়ের হয়েছিল একটি মামলা৷ যার শুনানিতে বনগাঁর তৃণমূল নে ইলেকশন পিটিশন খারিজ করার নির্দেশ জারি করে আদালত৷ আদালতে যে রিপোর্ট পেশ হয়েছে, সেই রিপোর্টের ভিত্তিতে দেখা যাচ্ছে, আলোরানি সরকারের নাম বাংলাদেশের ভোটার লিস্টে রয়েছে। সেক্ষেত্রে কলকাতা হাইকোর্টের বক্তব্য, আলোরানি সরকার নিজেকে ভারতীয় নাগরিক বলে দাবি করতে পারেন না। আলোরানি সরকারের নাগরিকত্বের বিষয়টি খতিয়ে দেখার জন্য ইতিমধ্যেই ইলেকশন কমিশনকে নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। তারই পাল্টা হিসেবে এবার ডিভিশন বেঞ্চে যাচ্ছেন আলোরানি৷ ফাইল ছবি- নির্বাচনী প্রচারে তৃণমূল প্রার্থী আলোরানি সরকারের সঙ্গে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

1 × two =