পানিহাটি: পানিহাটি পুরসভার ৮ নম্বর ওয়ার্ডের নবনির্বাচিত তৃণমূল কংগ্রেস কাউন্সিলর অনুপম দত্ত খুনের ঘটনায় শম্ভু পণ্ডিত নামে এক দুষ্কৃতীকে গ্রেফতার করেছে খড়দহ থানার পুলিশ। পুলিশ জানিয়েছে, ধৃত শম্ভু পন্ডিতের বাড়ি নদিয়ার হরিণঘাটায়৷ পুলিশের দাবি, তৃণমূল কাউন্সিলর অনুপম দত্তকে খুনে শম্ভু পণ্ডিতকে সুপারি কিলার হিসেবে ব্যবহার করা হয়েছে৷
তাই এই খুনের নেপথ্যে কে বা কারা তা জানতে তদন্ত চালাচ্ছে ব্যারাকপুর পুলিশ কমিশনারেট। সিসিটিভি ফুটেজে চিহ্নিত নীল জামা পরা যুবক অমিত পন্ডিত গুলি করে খুন করার পর জামা বদলে ফেলে স্থানীয় একটি জঙ্গলে লুকিয়ে পড়ে। স্থানীয় বাসিন্দারা বিষয়টি বুঝতে পেরে ওই জঙ্গলে আগুন লাগিয়ে দেয়। তারপর সেখান থেকেই অমিত পন্ডিত কে স্থানীয় বাসিন্দারা ধরে পুলিশের হাতে তুলে দেয়। খুনের সময় ব্যবহৃত আগ্নেয়াস্ত্রটি উদ্ধার করেছে পুলিশ।তাকে জেরা করেই পুলিশ শম্ভুকে গ্রেফতার করে৷
পানিহাটি পুরসভার আট নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেস কাউন্সিলর অনুপম দত্তকে লক্ষ্য করে রবিবার রাতে অটোতে করে এসে ২ জন দুষ্কৃতী গুলি চালায়৷ প্রত্যক্ষদর্শীরা জানান, সামনে থেকে গুলি চালায়৷ একটি গুলি মাথায় লাগে৷ গুরুতর আশঙ্কাজনক অবস্থায় সাগর দত্ত হাসপাতালে নিয়ে যাওয়া হয়৷ সেখান থেকে বেলঘড়িয়ার একটি বেসরকারি নার্সিংহোমে স্থানান্তরিত করা হয়। খবর পেয়ে পৌঁছায় ব্যারাকপুর পুলিশ কমিশনার। কিন্তু মাথায় গুলি লাগার জেরে এবং প্রচুর রক্তক্ষরণের জেরে মৃত্যু হয় কাউন্সিলরের। কাউন্সিলর খুনে রাস্তা অবরোধ করে তৃণমূল কংগ্রেসের কর্মীরা। এরপরই তদন্তে নেমে দু’জনকে পাকড়াও করে৷