নন্দীগ্রাম: কর্তব্যরত সিভিক ভলেন্টিয়ারকে মারধরের ভিডিও ভাইরাল। তার পরেই শোরগোল পড়েছে এলাকায়। এনিয়ে নন্দীগ্রাম থানায় লিখিত অভিযোগ দায়ের হয়েছে। সিভিক ভলেন্টিয়ারকে মারধরের অভিযোগ উঠল টোটো যাত্রীর বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুর জেলার নন্দীগ্রামে। ইতিমধ্যে এই ঘটনায় অভিযুক্ত টোটো যাত্রী বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেছে আক্রান্ত হওয়া ওই সিভিক ভলেন্টিয়ার।
সূত্রের খবর, নন্দীগ্রাম- ১ ব্লকের নন্দীগ্রামে ডিউটি করছিলেন নন্দীগ্রাম থানার এক সিভিক ভলেন্টিয়ার। সেই সময় ওই রাস্তা দিয়ে টোটো চলাচলে কোনও অনুমতি ছিল না। দুর্ঘটনার রুখতে নন্দীগ্রামের বিভিন্ন রাস্তায় এমন উদ্যোগ নেওয়া হয়েছে। এমন সময় একটি টোটো ওই এলাকায় চলে আসে এবং তাকে আটকে দেয় ওই সিভিক ভলেন্টিয়ার। ঘটনায় সিভিক ভলেন্টিয়ারের ওপর ক্ষিপ্ত হন টোটোর যাত্রী। মুহুর্তের মধ্যে সিভিক ভলেন্টিয়ার ও টোটো যাত্রীর মধ্যে বাদানুবাদ শুরু হয়ে যায় এমনকি হাতাহাতি পর্যন্ত গড়ায়। ঘটনায় আহত সিভিক ভলেন্টিয়ার ইতিমধ্যে নন্দীগ্রাম থানায় অভিযোগ দায়ের করেছেন ওই টোটো যাত্রীর বিরুদ্ধে। টোট যাত্রীকে নন্দীগ্রাম থানার পুলিশ আটক করেছে বলে খবর।
বস্তুত, শনিবারই মগরাহাটে দুষ্কৃতীদের হাতে নিহত হয়েছে এক সিভিক ভলেন্টিয়ার৷ মগরাহাটের মাগুরপুকুর এলাকায় গরুর হাট বসে। স্থানীয় সূত্রের খবর,. শনিবার বেলা সাড়ে এগারোটা নাগাদ সেখানেই টাকা পয়সা ভাগ সংক্রান্ত বিবাদ শুরু হয় দুই পক্ষের মধ্যে। অশান্তির পরিস্থিতির নিয়ন্ত্রণে আনতে সেখানে ছুটে যায় সিভিক ভলান্টিয়ার। কিন্তু উল্টে এক সিভিক ভলান্টিয়ার এবং তার এক বন্ধুকে এক দোকানে ঢুকিয়ে দেয় কিছু দুষ্কৃতী। সেখানেই প্রথমে গুলি চালিয়ে এবং তার পরে ধারাল অস্ত্র দিয়ে গলা কেটে কুপিয়ে খুন করা হয়েছে। বস্তুত, মগরাহাটের ঘটনার পর ফের প্রশ্নের মুখে বাংলার আইন শৃঙ্খলা৷ নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন সিভিক ভলেন্টিয়াররাও৷ তারই মাঝে এই ঘটনা সামনে আসায় চাঞ্চল্য ছড়িয়েছে৷