হাইকোর্টের নির্দেশে তদন্তে গিয়ে বিপত্তি, পুরনো বাড়ির একাংশ ভেঙে জখম তিন পুলিশকর্মী

হাইকোর্টের নির্দেশে তদন্তে গিয়ে বিপত্তি, পুরনো বাড়ির একাংশ ভেঙে জখম তিন পুলিশকর্মী

কলকাতা: কলকাতা ঝড়বৃষ্টি হলেই পুরনো বাড়ির একাংশ ভেঙে পড়ার খবর পাওয়া যায়। ঘূর্ণিঝড়ের জেরে সোমবার থেকে কলকাতা শহরে বৃষ্টি শুরু হয়েছে। সেই বৃষ্টির জেরে পুরনো বাড়ির একাংশ ভেঙে তিন পুলিশকর্মী আহত হয়েছেন। মঙ্গলবার দুপুরে বড়বাজারের মঘ্গলসরণী এলাকায় ঘটনাটি ঘটেছে বলে জানা গিয়েছে। ঘটনার জেরে স্বাভাবিকভাবে চাঞ্চল্য ছড়িয়েছে। 

জানা গিয়েছে, হাইকোর্টের নির্দেশে কলকাতা পুলিশের তিন কর্মী সেদিন বড় বাজার এলাকায় তদন্ত করতে গিয়েছিলেন। তদন্তের সময় পাশের বাড়ির কার্নিশ ভেঙে পড়ে তিন জন পুলিশকর্মী গুরুতর আহত হন। পাশাপাশি এক পথচারী আহত হন। তাঁদের চারজনকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। বাড়িটির অবস্থা অত্যন্ত খারাপ। প্রতিবেশীরা বলছেন, ভবিষ্যতে বড় ধরনের কোনও দুর্ঘটনা ঘটতে পারে। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে বৃষ্টির কারণেই কার্নিশ ভেঙে চার জন আহত হয়েছেন। 

কলকাতা পুরসভার তথ্য বলছে, শহরে তিন হাজার বিপজ্জনক বাড়ি রয়েছে। পুরসভার তথ্য অনুযায়ী, এই বাড়িটি যথেষ্ট পুরনো হলেও বিপজ্জনক বাড়ির তালিকায় ছিল না। তবে বাড়িটির অবস্থা মোটেই ভালো নয়। প্রতিবেশীরা প্রশ্ন তোলেন, বাড়িটির এই পরিস্থিতির পরেও বিপজ্জন বাড়ির তালিকায় কেন নেই। 

প্রসঙ্গত, গত বছর সেপ্টেম্বরে এক টানা কয়েকদিন বৃষ্টি হয়। এই বৃষ্টির জেরে বিপজ্জনক বাড়ি একাংশ ধসে কয়েকজনের মৃত্যু হয়। জানা যায়, বাড়ির একাংশ ভেঙে গেলে শিশু সহ চার জন ধ্বংসস্তূপের নীচে চাপা পড়ে যান। গত বছর ১১ সেপ্টেম্বর এই দুর্ঘটনা ঘটে। অন্য দিকে, গত বছর জুন মাসে সুরেন্দ্র নাথ কলেজের পাশে তিন তলা একটি বাড়ির একাংশ ভেঙে যায়। ঘটনায় একজন গুরুতর আহত হন।  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *