কলকাতা: আজ সকাল থেকেই আকাশের মুখ ছিল কালো মেঘে ঢাকা৷ সকাল থেকেই রাজ্যের বিভিন্ন জেলায় বৃষ্টি হয়েছে৷ কোথাও মুষল ধারে, কোথাও আবার ঝিরঝিরে৷ ফলে সরস্বতী পুজোয় আবহাওয়া কেমন থাকবে, তা নিয়ে উদ্বেগে ছিল রাজ্যবাসী৷ তবে কি সরস্বতী পুজোতেও বৃষ্টি হবে? এই প্রশ্নটাই ঘুরপাক খাচ্ছিল আম বাঙালির মনে৷ এরই মধ্যে স্বস্তির খবর শোনাল আলিপুর আবহাওয়া দফতর৷ সরস্বতী পুজোয় দক্ষিণবঙ্গে বৃষ্টির কোনও সম্ভাবনা নেই বলে জানিয়ে দিল হাওয়া অফিস৷ তবে আগামী তিনদিন রাতের তাপমাত্রা কিছুটা কমবে৷ ২-৪ ডিগ্রি পারদ পতন হবে বলে পূর্বাভাস৷
আরও পড়ুন- অবশেষে কাটল আইনি জট! হাই কোর্টের নির্দেশে বাড়ি ফিরল ব্রুনো!
দক্ষিণে স্বস্তি মিললেও আগামীকাল হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে উত্তরবঙ্গের জেলাগুলিতে৷ এমনটাই জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর৷ হাওয়া অফিসের অধিকর্তা জানিয়েছেন, আগামীকাল দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা প্রায় নেই৷ আজ সকাল থেকে যে বৃষ্টি শুরু হয়েছে, তা আগামীকাল পর্যন্ত স্থায়ী হবে না৷ শনিবার দক্ষিণের আবহাওয়া থাকবে শুষ্ক৷ মোটের উপর দক্ষিণবঙ্গে আবহাওয়ার উন্নতি হবে আগামীকাল৷ তবে দক্ষিণবঙ্গের তিন জেলা, বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়ায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে৷ অন্যদিকে, আগামীকাল উত্তরবঙ্গের পাঁচ জেলায় বৃষ্টি হবে বলে জানাচ্ছে হাওয়া অফিস৷ দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার এবং আলিপুরদুয়ারে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে৷ তার ঠিক নীচের দুই জেলা দিনাজপুর এবং মালদায় খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা থাকছে আগামীকাল৷ ৬ ফেব্রুয়ারি থেকে উত্তরবঙ্গেও দেখা মিলবে শুষ্ক আবহাওয়ার৷ ফলে দক্ষিণবঙ্গে ‘বাঙালির ভ্যালেন্টাইন্স ডে’ কাটবে মনোরম ওয়েদারেই৷
আজ দক্ষিণবঙ্গে বিভিন্ন জেলা যখন বৃষ্টিতে ভিজছে, তখন উত্তরবঙ্গে রীতিমতো তুষারপাত৷ দার্জিলিং জেলার টাইগারহিল ঢাকল শ্বেতশুভ্র বরফে৷ আজ সকাল থেকেই দার্জিলিংয়ের বিভিন্ন জায়গায় তুষারপাত শুরু হয়৷ বেশ কিছু জায়গায় আবার বৃষ্টিও হয়েছে৷
তবে এ বার শীতের ইনিংসে বার বার বাধা দিয়েছে পশ্চিমী ঝঞ্ঝা৷ মেঘলা আকাশ রাতের তাপমাত্রা বাড়িয়েছে। গত দু’দিনে কলকাতা-সহ রাজ্যের বিভিন্ন জায়গায় সেই পরিস্থিতি ভালোমতোই টের পাওয়া গিয়েছে৷ রাতে সে ভাবে ঠাণ্ডা লাগেনি৷ বরং একটু ভ্যাপসা ভাব থেকেছে৷ বৃহস্পতিবার দমদমে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৮ ডিগ্রি সেলসিয়াস এবং সল্টলেকে ১৯.২ ডিগ্রি সেলসিয়াস৷ তবে পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে শীতর উপস্থিতি মালুম হয়েছে। পুরুলিয়ায় তাপমাত্রা ছিল ১১.৫, পানাগড়ে ১২.৮ এবং শ্রীনিকেতনে ১৩.৮ ডিগ্রি সেলসিয়াস৷ আগামী তিনদিনে দক্ষিণে কিছুটা কমবে রাতের পারদ৷