জেলার বনধে সামনে এল মিশ্র প্রতিক্রিয়া, লাইনে শুয়ে রেল আটকানোর চেষ্টা

জেলার বনধে সামনে এল মিশ্র প্রতিক্রিয়া, লাইনে শুয়ে রেল আটকানোর চেষ্টা

 

কলকাতা: বামেদের ডাকা দেশব্যাপী দু’দিনের বনধে জেলায় জেলায় মিশ্র প্রতিক্রিয়া সামনে এসেছে৷ দোকানপাট আংশিক খোলা থাকলেও রাস্তাঘাটে মানুষ জনসংখ্যা আর পাঁচটা স্বাভাবিক দিনের চাইতে অনেকটাই কম। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে এই চিত্র কিছুটা বদলে যায়৷

সকালে হাওড়ার বালি বাজারের সামনে ধর্মঘটের সমর্থনে পথ অবরোধ করেন বাম কর্মী সমর্থকেরা। অন্যদিকে উত্তর চব্বিশ পরগণার হাবরা এক নম্বর রেলগেট  অবরোধ SUCI র। প্রায় কুড়ি মিনিট অবরোধ করে রাখে তারা যশোর রোড ও বনগাঁ শিয়ালদা ট্রেন লাইন। স্টেশনে ঢোকার মুখে কিছুটা দূরেই দাঁড়িয়ে থাকে ট্রেন। পরবর্তীতে হাবরা থানার পুলিশ এসে অবরোধ তুলে দেয় । পাশাপাশি সিপিএমের তরফেও কিছুক্ষণ হাবড়া স্টেশন মোড়ে যশোর রোডে অবরোধ করা হয়।

জয়নগরেও রেল অবরোধ করে বামেরা৷ অন্যদিকে সোমবার সকালে পাঁশকুড়া ৬  নম্বর জাতীয় সড়ক অবরোধ করল সিপিএম কর্মী সমর্থকরা। রাস্তার উপর বসে পড়ে বিক্ষোভ দেখাতে থাকে কর্মী সমর্থকরা। একইভাবে ভগবানপুরেও রাস্তা ঘিরে বনধ পালন করতে দেখা গিয়েছে বনধকারীদের৷ হাওড়া ড্রেনেজ ক্যানেল রোডের সানপুর মোড়ে  বামপন্থী সমর্থকরা রাস্তার অবরোধ করতে গেলে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি বেঁধে যায়৷ ঘটনায় চারজনকে আটক করে পুলিশ৷

বামেদের ডাকা দু’দিনের দেশব্যাপী সাধারণ ধর্মঘটে ভাল প্রভাব পড়ল বাঁকুড়ার জঙ্গল মহলেও। সোমবার সকালে সারেঙ্গায় মিছিল করে সিপিআইএম। স্থানীয় নেতাজী মোড়ে বনধ সমর্থনকারীদের সঙ্গে ধ্বস্তাধ্বস্তির ছবিও ধরা পড়ে৷ অন্যদিকে উত্তর ২৪ পরগণার শ্যামনগর চৌরঙ্গিতে বামেদের বন্ধ সমর্থনে মিছিল। শ্যামনগরে স্টেশনে শুরু হয়েছে বামেদের রেল অবরোধ। রেল লাইনে শুয়ে রেল বন্ধের চেষ্টা। সেই সঙ্গে ঘোষ পাড়া রোড অবরোধ করে বাম কর্মীরা। পুলিশ এসে অবরোধ তুলে দেয়। তবে এখন শিয়ালদহ মেন শাখায় শ্যামনগর স্টেশনে চলছে রেল অবরোধ। ফলে সমস্যায় নিত্য যাত্রীরা। একইভাবে শিয়ালদহ দক্ষিণ শাখা লক্ষীকান্তপুর লাইনের দক্ষিণ বারাশত ও হোগলা স্টেশনের মাঝখানে বানেশ্বরপুর এলাকায় এবার আপ এবং ডাউন লাইনে রেল অবরোধে বাম কর্মী সমর্থকরাI সোমবার দেশ জোড়া ধর্মঘটের সমর্থনে বাম কর্মী সমর্থকরা দলীয় পতাকা নিয়ে ডাউন  ট্রেন আটকে দেয়I রেললাইনে দলীয় পতাকা লাগিয়ে দেয় এবং রেল অবরোধ করা হয়েছেIএই অবরোধের দরুন আটকে পড়েছে বাকি  অন্যান্য ট্রেন৷

বামেদের ডাকা ধর্মঘটের প্রথম দিন অর্থাৎ সোমবার সকাল থেকেই পথে নেমে পড়লো বাম কর্মী সমর্থকরাlজয়নগর থানার দক্ষিণ বারাশত গ্রাম পঞ্চায়েতের পদ্ধেরহাট এলাকায় জয়নগর-বারুইপুর সংযোগকারী কুলপি রোড অবরোধ করলেন বামকর্মী সমর্থক রাlরাস্তায় রীতিমতো বেঞ্চ পেতে দলীয় পতাকা হাতে নিয়ে অবরোধ করা হয়েছেl চলছে বন্ধের সমর্থনে স্লোগানওl এর ফলে কুলপি রোড তথা ১ নম্বর রাজ্য সড়কে আটকে গাড়ি চলাচল বন্ধ৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *