কলকাতা: প্রতিদিন নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম হু হু করে বাড়ছে। দ্রব্যমূল্য বদ্ধির ঠেলায় সাধারণ মধ্যবিত্তদের প্রাণ ওষ্ঠাগত। তার সঙ্গে নতুন করে যোগ হল মুরগির মাংসের দাম বৃদ্ধি। গত এক সপ্তাহে মুরগির মাংসের পাইকারি মূল্য কেজি প্রতি ২০ টাকা বৃদ্ধি পেয়েছে। তার সঙ্গে পাল্লা দিয়ে বাজারেও বাড়ছে মুরগির মাংসের দাম। টান পড়ছে মধ্যবিত্তের পকেটে।
আরও চড়া হল মুরগির মাংসের দাম। বৃহস্পতিবার নিউ মার্কেটে পাইকেরি দর ১৫৫ টাকা। ব্যবসায়ীরা বলছেন, এটাই পাইকারি বাজারে মুরগির মাংসের সর্বোচ্চ দর। এর আগে পাইকারি বাজারে ১৫০ টাকা পর্যন্ত উঠেছিল মুরগির দাম। জিনিসপত্রের দাম বৃদ্ধি ও গরমে উৎপাদন কম, সেই কারণে মুরগির মাংসের দাম বৃদ্ধি পেয়েছে। যার প্রভাব পড়েছে খুচরো বাজারেও। বৃহস্পতিবার লেক মার্কেটে গোটা মুরগি ১৮০টাকা ও কাটা মুরগি ২৭০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। দামের জেরে টান পড়েছে মধ্যবিত্তের পকেটে।
বুধবারও নিউ মার্কেটের পাইকারি বাজারে মুরগির দাম ১৫২ টাকা ছিল। বৃহস্পতিবার তিন টাকা বেড়ে ১৫৫ টাকা হয়েছে। গত সপ্তাহে পাইকারি বাজারে ১৩৫ টাকায় মুরগি বিক্রি হয়েছে। মুরগির দাম বাড়ার কারণে ব্যবসা যথেষ্ট মার খাচ্ছে বলে জানা গিয়েছে। নিউ মার্কেটের পাইকারি বাজারে মুরগির দাম কখনও ১৫৫ টাকা ওঠেনি বলেই ব্যবসায়ীরা জানাচ্ছেন।