বাবাকে বাঁচাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু ছেলেরও

বাবাকে বাঁচাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু ছেলেরও

 

হাওড়া: বাবাকে বাঁচাতে গিয়ে দুর্ঘটনার কবলে ছেলেও। কারখানার মধ্যেই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু দুজনের। হাওড়ার ইছাপুরের মর্মান্তিক এই ঘটনায় এলাকাজুড়ে নেমে এসেছে শোকের ছায়া৷ একই সঙ্গে ছড়িয়েছে চাঞ্চল্য।

ঘটনাটি ঘটেছে মঙ্গলবার সকালে হাওড়ার জগাছা থানা এলাকার ইছাপুর পূর্বপাড়া অঞ্চলে। এদিন সকালে নিজের বাড়ির হিট ট্রিটমেন্টের কারখানায় কাজ করছিলেন ৬০ বছরের শৈলেন হাজরা। আচমকাই ইলেকট্রিক শর্ট সার্কিটে বিদ্যুৎপৃষ্ট হন তিনি । বাবার চিৎকারে হকচকিয়ে যান ছেলে৷ বাবাকে বাঁচাতে এসে বিদ্যুৎপৃষ্ট হন তাঁর বড় ছেলে স্বপ্ননীল হাজরা, স্ত্রী ও মেয়ে । পরে ছোট ছেলে এসে মেন লাইন থেকে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে৷

দাদা ও বাবাকে নিয়ে স্থানীয় এক বেসরকারি হাসপাতাল ও পরে হাওড়া জেলা হাসপাতালে নিয়ে যায়। জেলা হাসপাতালের চিকিৎসক দুজনকে মৃত বলে ঘোষণা করেন। গুরুতর জখম হয়েছে নিহতের স্ত্রী ও মেয়ে৷ একই সঙ্গে এভাবে বাবা-ছেলের মৃত্যুতে এলাকা জুড়ে নেমে এসেছে শোকের ছায়া৷ কথা বলার অবস্থায় নেই পরিবারের সদস্যরা৷ বাসিন্দারাও শোকাচ্ছন৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *