পার্টি এখন গাড্ডায় পড়েছে, অকপট স্বীকারোক্তি দিলীপ ঘোষের

পার্টি এখন গাড্ডায় পড়েছে, অকপট স্বীকারোক্তি দিলীপ ঘোষের

32f51c4d6132872dfb5f536b3e180d57

 

কলকাতা: জয়প্রকাশ মজুমদারের তৃণমূলে যাওয়া প্রসঙ্গে মন্তব্য করতে গিয়ে আদতে দলের দুরাবস্থার কথা স্বীকার করে নিলেন বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি তথা সাংসদ দিলীপ ঘোষ৷ । বস্তু, তৃণমূলে যোগ দেওয়ার পর জয়প্রকাশ মজুমদার বলছেন, এই মুহূর্তে বিজেপি আইসিইউতে আছে। এই প্রসঙ্গে বলতে গিয়ে দিলীপ বলেন, ‘‘দল আমরা দাঁড় করিয়েছি। তবে পার্টি এখন গাড্ডায় পড়েছে। আমরা আবার সেটা নিয়ে বসব।’’

একই সঙ্গে জয়প্রকাশের দল বদল নিয়ে তিনি বলেন, ‘‘কিছু পেশাদার লোক থাকেন। তারা যখন যেমন তখন তেমন। এর আগে উনি কংগ্রেস করতেন। পরের দিন বিজেপির হয়ে মিডিয়ায় বসলেন। আগে বলা হতো আয়ারাম গয়ারাম । ফুটবল ক্লাব চেঞ্জ করার মতো । কিছু লোক আসবে যাবে। এতে কিছু যায় আসে না।’’ বস্তুত, বিক্ষুব্ধরাও জয়প্রকাশ নিয়ে ফাঁপরে। কারণ তারাও শেষ মুহুর্তে জানতেন না উনি দল বদল করছেন। দিলীপের কথায়, ‘‘ বিক্ষুব্ধরাই ঠিক করুন তারা কি করবেন। পার্টিকে বিশ্বাস করবেন নাকি কোনো ব্যক্তিকে। কেউ যদি নিজেকে বিক্ষুব্ধ মনে করেন তাহলে আমার কিছু বলার নেই। কারো সাথে দ্বিমত হতে পারে। কেউ মনে করতে পারে তার সাথে সুবিচার হয়নি তার জন্য জায়গা আছে। অপেক্ষা করতে হবে।’’

মন্তব্য করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে থেকে ব্যারিকেড সরানো প্রসঙ্গেও৷ দিলীপ বলেন, ‘‘অভিষেক এতদিন ব্যারিকেড সরান নি কেন? হঠাৎ করে মনে হল মানুষের অসুবিধা হচ্ছে? একজনের জন্য রাস্তা বন্ধ করে রাখা হয়েছিল। আমাদের প্রচারের জন্য ঢুকতে দেওয়া হয়নি। নিষিদ্ধ এবং বর্জিত এলাকা করে রাখা হয়েছিল। উনি থাকেন বলে রাস্তা দিয়ে অন্য কেউ যাবে না? আমরা দিল্লি যাই। প্রধানমন্ত্রীর বাড়ির সামনেও এভাবে রাস্তা আটকানো থাকে না। এভাবে নিজেকে উঁচুতে থাকব এটা হয় না। যদি ভুল হয়ে থাকে, উনি মানুষের কাছে ক্ষমা চেয়ে নিন।’’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *