নদীয়া: আশঙ্কায় সত্যি হল! আবহাওয়া দপ্তরের দেওয়া পূর্বাভাস অনুযায়ী সকাল থেকেই আকাশের মুখ ভার। গোটা নদীয়া জেলা জুড়ে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত, সঙ্গে ঝোড়ো হাওয়া। আবহাওয়া দফতরের তরফ থেকে আগেই পূর্বাভাস দেওয়া হয়েছিল, সরস্বতী পুজোর দিন এবং তার আগের দিন রাজ্যের একাধিক জেলায় বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। স্বাভাবিকভাবে বাগদেবীর আরাধনা পণ্ড হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে৷
এদিকে টানা বৃষ্টির জেরে আবারও শীতের আমেজকে দূরে সরিয়ে বর্ষার অনুভূতি পেল গোটা নদিয়া জেলা। সকাল থেকেই নদীয়া জেলার একাধিক জায়গায় কোথাও হালকা বৃষ্টিপাত আবার কোথাও মাঝারি বৃষ্টিপাত লক্ষ্য করা যায়। সঙ্গে দফায় দফায় হালকা এবং মাঝারি ঝড়ো হাওয়া বইছে। যেহেতু নদীয়া জেলায় প্রচুর সবজি চাষ হয়ে থাকে সেই কারণেই যদি একটানা বৃষ্টিপাত লেগেই থাকে তাহলে প্রচুর সবজি নষ্ট হয়ে যেতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
তাই চিন্তিত রয়েছে নদীয়া জেলার একাধিক সবজি চাষি। অন্যদিকে অফিস টাইমে বৃষ্টি হওয়ার কারণে অনেকটাই সমস্যায় পড়েছে সাধারণ মানুষ। তাঁদের কথায়, ‘‘আবহাওয়ার খামখেয়ালিপনায় প্রতিটি উৎসবই মাটি হচ্ছে বৃষ্টির দৌলতে৷ এদিকে অসময়ে বৃষ্টির জেরে নষ্ট হচ্ছে মাঠের ফসল৷ বাজারে গিয়ে হাত পুড়ছে মধ্যবিত্তের৷’’