‘অপারেশন পুষ্টি’ প্রকল্পে মিলছে সাফল্য

‘অপারেশন পুষ্টি’ প্রকল্পে মিলছে সাফল্য

 

বাঁকুড়া: অপারেশন পুষ্টি’ প্রকল্পে সাফল্য মিলছে। বাঁকুড়ার বিষ্ণুপুর মহকুমা এলাকায় কমছে ‘অপুষ্ট শিশু’র সংখ্যা। দাবি প্রশাসনের। বিষ্ণুপুর মহকুমা প্রশাসন সূত্রে জানানো হয়েছেগত তিন মাস আগে ‘অপারেশন পুষ্টি’ প্রকল্প শুরুর আগে এই মহকুমায় যেখানে ‘অপুষ্ট শিশু’র সংখ্যা ছিল প্রায় ২৯০, এখন তা কমে দাঁড়িয়েছে ২৩০ জনে৷

বিষ্ণুপুর মহকুমা প্রশাসন সূত্রে আরো জানানো হয়েছে, প্রকল্পের প্রথম পর্যায়ে অপুষ্ট শিশুদের চিহ্নিতকরণ করে অঙ্গন ওয়াড়ি কেন্দ্র গুলির মাধ্যমে পুষ্টিকর খাবার পৌঁছে দেওয়া, স্বাস্থ্য পরীক্ষার পাশাপাশি বিনামূল্যে প্রয়োজনীয় চিকিৎসার ব্যবস্থা  করা হয়। আর তাতেই এই বিপুল সাফল্য মেলে। আর এই সাফল্যের রেশ ধরে এবার তাদের দ্বিতীয় পর্যায়ের স্বাস্থ্য পরীক্ষার পাশাপাশি ব্লকে ব্লকে বিশেষজ্ঞ স্ত্রীরোগ বিশেষজ্ঞদের দিয়ে মায়েদেরও স্বাস্থ্য পরীক্ষা করানো হচ্ছে। কারণ একটি শিশুর প্রয়োজনীয় যত্ন ও স্বাস্থ্যের উন্নতিতে মায়েদেরও সুস্থ থাকা জরুরি।

অপুষ্ট শিশুর অভিভাবক রেখা পাত্র, রুস্তম শেখ বলেন, প্রশাসন খুব ভালো উদ্যোগ নিয়েছেন। শিশুদের স্বাস্থ্য পরীক্ষার পাশাপাশি পুষ্টিকর খাবারও সরবরাহ করা হচ্ছে বলে তারা জানান।     বিষ্ণুপুরের মহকুমাশাসক অনুপ কুমার দত্ত এবিষয়ে বলেন, মাত্র তিন মাস আগে ‘অপারেশন পুষ্টি’ প্রকল্প চালু হয়। আর এই প্রকল্পে বিপুল সাফল্য আসে। অপুষ্ট শিশুর সংখ্যা কমতে শুরু করেছে। এবার মহকুমা এলাকার প্রতিটি ব্লকে অপুষ্ট শিশুদের পাশাপাশি মায়েদের স্বাস্থ্যের দিকেও নজর দেওয়া হয়েছে।সেকারণে মায়েদেরও স্বাস্থ্য পরীক্ষার ব্যবস্থা করা হয়েছে বলে তিনি জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *