নিয়োগপত্র হাতে না পাওয়া পর্যন্ত… ‘ডু অর ডাই’ বলছেন চাকরিপ্রার্থীরা

নিয়োগপত্র হাতে না পাওয়া পর্যন্ত… ‘ডু অর ডাই’ বলছেন চাকরিপ্রার্থীরা

40fc6934e9b03e99469f657a8eff757d

কলকাতা: সল্টলেকের করুণাময়ী চত্বর আরও বেশি উত্তেজক হয়ে উঠছে। কলকাতা হাইকোর্ট নির্দেশ দিয়েছিল যে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করতে হবে। সেই মতো পুলিশ গিয়ে আন্দোলনকারীদের উঠে যাওয়ার অনুরোধ করে। ১৪৪ ধারা জারিও করা হয়েছে। কিন্তু বিক্ষোভকারী উঠতে রাজি নয়। তাদের বক্তব্য, এটা ‘ডু অর ডাই’ তাদের জন্য। নিয়োগপত্র হাতে না পাওয়া পর্যন্ত এখান থেকে উঠবেন না তারা কেউই। এমনকি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেও তাদের কাছে আসার বার্তা দেওয়া হয়েছে।

আরও পড়ুন- ফের শহরে টাকার হদিশ, উল্টোডাঙায় আমির-ঘনিষ্ঠের বাড়ি থেকে উদ্ধার দেড় কোটি

ইতিমধ্যে পুলিশের হুঁশিয়ারি এসেছে যে, আন্দোলন না তুললে তারা পদক্ষেপ নেবে। কিন্তু তাতেও আন্দোলন তোলার কোনও ইঙ্গিত মিলছে না। উলটে ১৪৪ ধারা মেনে অল্প অল্প করে জমায়েত করে অবস্থান বিক্ষোভ করছে তারা। পুলিশ মাইক প্রচার করে চাকরিপ্রার্থীদের আন্দোলন তুলে নেওয়ার অনুরোধ করছে, তবে তাতে কোনও সাড়া মিলছে না। আন্দোলনকারীরা কার্যত হুমকির সুরেই বলেছে যে প্রাণ থাকতে অবস্থান বিক্ষোভ থেকে উঠবেন না কেউই। তাই ৮০ ঘণ্টা পার হয়ে গেলেও করুণাময়ীতে আন্দোলন চলছে।

উল্লেখ্য, করুণাময়ীতে প্রাথমিক শিক্ষা পর্ষদের দফতরের সামনে লাগাতার চার দিন ধরে বিক্ষোভ দেখাচ্ছে ২০১৪ সালের টেট উত্তীর্ণ চাকরিপ্রার্থীরা। তাদের মতোই ২০১৭-র টেট উত্তীর্ণরা করুণাময়ীতে বিক্ষোভ প্রদর্শন শুরু করেছে। কলকাতা হাইকোর্টের তরফে নির্দেশ দেওয়া হয়েছে, পর্যাপ্ত পরিমাণে পুলিশ মোতায়েন করে প্রাথমিক শিক্ষা পর্ষদের কর্মীদের অফিসে ঢুকতে বেরোতে যাতে বেরোতে কোনও অসুবিধা না হয়, তা নিশ্চিত করবেন বিধাননগর পুলিশ কমিশনার এবং জেলা মুখ্য বিচারক। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *