অষ্টম শ্রেণি পাশ বলেই শিক্ষিতদের সহ্য হয় না? দিলীপকে চরম খোঁচা তথাগতর

অষ্টম শ্রেণি পাশ বলেই শিক্ষিতদের সহ্য হয় না? দিলীপকে চরম খোঁচা তথাগতর

কলকাতা: বিজেপি আদি-নব্য যে ‘লড়াই’ তা ছাপিয়ে গিয়েছে বিজেপির দুই প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ ও তথাগত রায়ের বাদানুবাদ। গত বিধানসভা নির্বাচনের পরে দিলীপ ছাড়াও কেন্দ্রীয় পর্যবেক্ষক কৈলাস বিজয়বর্গীয়কে আক্রমণ করতে শুরু করেন তথাগত। টুইটারে নানা মন্তব্য করেন। সম্প্রতিও একই সুরে তাদের কটাক্ষ করেছেন তথাগত। তার পাল্টা এসেছে দিলীপ ঘোষের তরফ থেকে। তথাগত তাঁকে ‘ফিটার মিস্ত্রি’ বলে কটাক্ষ করেছিলেন। আবার দিলীপের আক্রমণ, বয়সের দোষ। ৭২ হয়ে গেলে মাথা কাজ করে না! এসবের মধ্যে আবার ‘পানীয়’ নিয়েও কটাক্ষের বন্যা।

আরও পড়ুন- বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের কোর্টের সামনে আইনজীবীদের বিক্ষোভ, ঘেরাও

আসলে পরোক্ষে তথাগত রায়কে একহাত নিয়ে দিলীপ ঘোষের বক্তব্য ছিল, যারা বিজেপি পার্টি অফিসকে পানশালা বানিয়ে দিয়েছেন, জীবনে ফূর্তি ছাড়া কিছু করেননি, যাঁরা সিপিআইএম ও তৃণমূল কংগ্রেসের থেকে সব সুবিধা নিয়েছেন, তাঁদের কথা কে শুনবে! কার্যত এই মন্তব্যের পাল্টাই দিয়েছেন তথাগত। তিনিও টুইট করে লিখেছেন, ”নিজে অষ্টম শ্রেণি পাশ বলেই কি শিক্ষিতদের সহ্য করতে পারেন না? আমি কখনও জল ও চা ছাড়া কোনও কিছুই দলীয় দফতরের তিন কিলোমিটারের মধ্যে পান করিনি।” এমনিতেই বিধানসভা নির্বাচনে হারের পর থেকে বাংলায় বিজেপির অবস্থা আরও শোচনীয় হয়েছে। এমন একটিও নির্বাচন নেই যেটাতে তারা পরাজিত হয়নি। সাম্প্রতিক সময়ে বিজেপির ভোটের হারও অনেকটা নেমে গিয়েছে। তার মধ্যে বঙ্গ বিজেপির শীর্ষ নেতাদের একের বিরুদ্ধে একের আক্রমণ পরিস্থিতি আরও খারাপ করেই দিচ্ছে।

অন্যদিকে আবার গতকাল দলের অস্বস্তি আরও বৃদ্ধি করেছেন নেতা অনুপম হাজরা। একটি ফেসবুক পোস্ট করেছেন তিনি যাতে সরাসরি না হলেও পরোক্ষে দলীয় নেতৃত্বকেই আক্রমণ করেছেন তিনি। পোস্টে লেখা, ”আত্ম অহংকার ছাড়ো..আত্ম বিশ্লেষণ করো!!!…পুরনো মানুষগুলো ধীরে ধীরে তলিয়ে যাচ্ছে, হারিয়ে যাচ্ছে!!…”মিলে মিশে করি কাজ হারি-জিতি নাহি লাজ”।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

5 + eleven =