তাঁর উস্কানিতেই গোলমাল! শুভেন্দুর বিরুদ্ধে থানায় তৃণমূল ছাত্র পরিষদ

তাঁর উস্কানিতেই গোলমাল! শুভেন্দুর বিরুদ্ধে থানায় তৃণমূল ছাত্র পরিষদ

কলকাতা: কলেজ পড়ুয়াদের হুমকি দিয়েছেন তিনি। একই সঙ্গে উস্কানি দিয়ে গোলমাল পাকানোর চেষ্টা করেছেন বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারী! এই অভিযোগ তুলেই তাঁর বিরুদ্ধে থানায় গেল তৃণমূল ছাত্র পরিষদ। ঘটনাকে কেন্দ্র করে ইতিমধ্যেই উত্তাপ ছড়িয়েছে। আসল ঘটনার সূত্রপাত গতকাল যখন শুভেন্দু অধিকারী আশুতোষ কলেজের সামনে গিয়েছিলেন পুলওয়ামার শহিদ জওয়ানদের শ্রদ্ধা জ্ঞাপন করতে।

আরও পড়ুন- সবুজ ঝড়েও ব্যতিক্রমী জিতেন্দ্রর স্ত্রী, জিতলেন ভোটে

শুভেন্দু গতকাল সোশ্যাল মিডিয়ায় জানিয়েছিলেন, শহীদ জওয়ানদের শ্রদ্ধা জানানোর কর্মসূচিতে আচমকা এসে বিক্ষোভ দেখাতে থাকে তৃণমূল সমর্থিত বেশ কয়েক জন। অকথ্য ভাষায় তাঁকে আক্রমণ করা হয়। পাশাপাশি তাঁকে শারীরিকভাবে হেনস্থা করা হয়েছে বলেও দাবি ছিল রাজ্যের বিধানসভার বিরোধী দলনেতার। কিন্তু আজ তৃণমূল ছাত্র পরিষদের তরফে ভবানীপুর থানায় অভিযোগ জানিয়ে বলা হয়েছে, শুভেন্দু অধিকারী এবং তাঁর দেহরক্ষীরা কলেজের ছাত্রছাত্রীদের হুমকি দিয়েছেন। পাশাপাশি তাঁর উস্কানিতেই গোলমালের ঘটনা ঘটেছে যার জন্য অনেক ছাত্র-ছাত্রী আহত পর্যন্ত হয়েছে। ভবানীপুর থানায় দক্ষিণ কলকাতা জেলা তৃণমূল ছাত্র পরিষদ ও তাদের আশুতোষ কলেজের শাখা এই অভিযোগ দায়ের করেছে।

যদিও শুভেন্দু অধিকারীর বক্তব্য ছিল, যখন সেখানে তিনি পৌঁছন তখন তাঁকে ঘিরে চলতে থাকে গো-ব্যাক স্লোগান। তাঁকে ঘিরে ধাক্কাধাক্কি শুরু করে পড়ুয়াদের একাংশ। এমনকি তিনি যখন গাড়িতে উঠতে যান তখনও তাঁকে কটুক্তি করা হয়ে বলে অভিযোগ করেছেন রাজ্যের বিরোধী দলনেতা। পরিস্থিতি এমন হয় যে গাড়িতে উঠতে গিয়েও পিছন ফিরে তেড়ে যেতে উদ্যত হন শুভেন্দু। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *