২২৬-এ ১৯৮ পেল তৃণমূল! পুরভোটে সবুজ ঝড় নয়, যেন সুনামি

২২৬-এ ১৯৮ পেল তৃণমূল! পুরভোটে সবুজ ঝড় নয়, যেন সুনামি

কলকাতা: ২০২১ বিধানসভা নির্বাচন এবং তার পরবর্তী সময়ে যে ক’টি নির্বাচন হয়েছে তাতে সবক্ষেত্রেই তৃণমূল রেকর্ড অঙ্কে জিতেছে। গতকালের পুরভোটের ফলও সেই একই পথে গিয়েছে। কিন্তু এবার যেন রেকর্ড আরও বড়। বিধাননগর, আসানসোল, চন্দননগর, শিলিগুড়ি, সব জায়গায় বিপুল ভোটে জিতেছে ঘাসফুল শিবির। তবে জয় বিপুল অঙ্কে হয়েছে মানে সেটা ‘বিপুল’ই। ওয়ার্ড ভিত্তিক হিসেবে দেখা গিয়েছে যে, চার পুরসভা মিলিয়ে যে ২২৬ টি ওয়ার্ড তার মধ্যে ১৯৮ টিতেই জয়ী হয়েছে তৃণমূল কংগ্রেস! সব ক্ষেত্রেই প্রথম স্থানে থাকা তৃণমূলের সঙ্গে দ্বিতীয় স্থানে থাকা দলের ব্যবধান অবিশ্বাস্য।

আরও পড়ুন- সবুজ ঝড়েও ব্যতিক্রমী জিতেন্দ্রর স্ত্রী, জিতলেন ভোটে

তথ্য বলছে, তৃণমূল কংগ্রেসের ১৯৮ আসন ছাড়া বিজেপি পেয়েছে মাত্র ১২ টি আসন। সিপিএম ৭ টি আসন এবং কংগ্রেস ৫ টি আসন। কোন দল কত ভোট পেল সেই হিসেব করতে গিয়ে দেখা গিয়েছে যে, চার পুরসভা মিলিয়ে তৃণমূল ভোট পেয়েছে ৬০.৫৪ শতাংশ। মমতার দলের থেকে অনেক অনেক পিছিয়ে থাকলেও এক্ষেত্রে দ্বিতীয় স্থানে উঠে এসেছে বামেরা। তারা পেয়েছে ১৬.১২ শতাংশ ভোট। বিজেপির প্রাপ্তি ১৪.৬০ শতাংশ ভোট এবং ‘লাস্ট বয়’ কংগ্রেস পেয়েছে মাত্র ৩.৬১ শতাংশ ভোট। নির্দল-সহ অন্যান্যরাও কংগ্রেসের থেকে বেশি, ৪.৩০ শতাংশ ভোট পেয়েছে। যদিও এই ফলাফল নিয়ে বিরোধীরা তোপ দেগেছে শাসক শিবিরকেই। তাদের সাফ বক্তব্য, ভোট লুঠ করে, সন্ত্রাস করে এই ফল পেয়েছে তৃণমূল। তবে বিরোধীদের দাবিকে একেবারেই পাত্তা দেয়নি ঘাসফুল বাহিনী।

গতকালই ভোটের ফল বেরনোর পর তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন, চার কেন্দ্রেই শান্তিপূর্ণ নির্বাচন হয়েছে এবং মানুষের ভোটে তারা জয় পেয়েছেন, তাই তিনি খুশি। শান্তিপূর্ণ ভাবে মানুষ ভোটাধিকার প্রয়োগ করেছেন। তাতে এই ফল হয়েছে। সেই প্রেক্ষিতেই দলীয় কর্মীদের উদ্দেশ্যে তাঁর কড়া বার্তা, মানুষের জন্য আরও নম্রভাবে কাজ করতে হবে কারণ এই জয় মানুষের জয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

four × 3 =