সিউড়ি: আগামীকাল ৪ কেন্দ্রে পুরভোট, আগামী ২৭ তারিখ ১০৮ কেন্দ্রে। কিন্তু সেই ভোটের আগেই পরপর পুরসভা বিনা লড়াইতেই দখল করছে তৃণমূল কংগ্রেস। বজবজ, সাইথিয়া, দিনহাটা তো ছিলই, এবার সিউড়ি পুরসভাও তৃণমূলের দখলে চলে গিয়েছে। শহরের ২১টি ওয়ার্ডের মধ্যে ১৫ টিতেই বিনা প্রতিদ্বন্দিতায় জিতেছেন তৃণমূল প্রার্থীরা। এতএব ভোট শুরু আগেই ৪ পুরসভা জিতে নিল বাংলার শাসক শিবির।
আরও পড়ুন- সঙ্গী চাইলে নাম লেখান! ভ্যালেন্টাইনস-ডে পালনের বিজ্ঞপ্তি যাদবপুরে
বজবজের ১২ টি ওয়ার্ডে বিরোধী প্রার্থীই নেই বলে জানা গিয়েছিল। অন্যদিকে, সাইথিয়া পুরসভায় ১৩ টি ওয়ার্ডে নেই বিরোধী প্রার্থী বলে খবর ছিল। দিনহাটাতেও প্রায় একই রকম অবস্থা ছিল আর সিউড়িতেও তাই। এখানেও ১৫ টি ওয়ার্ডের বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করেছে তৃণমূল বাহিনী। স্বাভাবিকভাবেই এই ইস্যু নিয়ে আওয়াজ তুলেছে বিরোধীরা। বিজেপির পক্ষ থেকে দাবি করা হয়েছে যে, পুলিশ এবং তৃণমূল কর্মীদের হুমকির কারণে প্রার্থীরা মনোনয়ন তুলে নিয়েছে। কেউ প্রার্থী হতে ভয় পাচ্ছে। জোর করে পুরসভা দখল করার অভিযোগ তোলা হয়েছে ঘাসফুল শিবিরের বিরুদ্ধে। তবে এইসব কিছুই পাত্তা দিচ্ছে না শাসক শিবির। তাদের দাবি, এই জয় মানুষের জয়। এও বলা হচ্ছে, বিরোধী প্রার্থীদের ভুল বুঝিয়ে মনোনয়ন দেওয়ানো হয়েছিল।
উল্লেখ্য, ২৭ তারিখের ভোটগ্রহণ নিয়ে বিজ্ঞপ্তি জারি করে নির্বাচন কমিশন জানিয়েছে, মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন ১২ ফেব্রুয়ারি। সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ভোটগ্রহণ হবে ১০৮ পুরসভাতে। তবে পুরভোটে প্রচারের সময়সীমা বাড়িয়েছে তারা। শেষ প্রচারের সময়সীমা ৭২ ঘণ্টা থেকে কমিয়ে তা করা হয়েছে ৪৮ ঘণ্টা। কিন্তু তার আগেই চার পুরসভা চলে গেল তৃণমূল কংগ্রেসের দখলে। ইতিমধ্যেই ভোট বাতিলের দাবি তুলেছে বিজেপি সহ বিরোধীরা। আদালতে যাওয়ার হুঁশিয়ারি দেওয়া হয়েছে এবং নির্বাচন কমিশনে গিয়েও বিক্ষোভ দেখানো হয়েছে। যদিও ভোট বাতিল হবে কিনা, তা নিয়ে কোনও কিছুই জানা যায়নি এখনও।