আসানসোল: সময় যত এগোচ্ছে তত বেশি উত্তাপ বাড়ছে আজকের পুরভোটকে কেন্দ্র করে। সকাল থেকেই উত্তেজনার আঁচ মিলেছে বিধাননগর এবং আসানসোলে। সেই আবহ এখন বহালই থাকছে। আসানসোলের ২৭ নম্বর ওয়ার্ডে বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারির বিরুদ্ধে ভোটারদের প্রভাবিত করার অভিযোগ তুলেছে তৃণমূল কংগ্রেস। এমনকি নির্বাচন কমিশনে তাঁর বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হবে বলেও জানিয়েছে ঘাসফুল শিবির।
আরও পড়ুন- ‘আরেকবার ২০১৮ হলে ২০১৯ কিন্তু সময়ের অপেক্ষা..’ বিস্ফোরক বার্তা দেবাংশুর
তৃণমূলের তরফ থেকে দাবি করা হয়েছে, বুথে ঢুকে ভোটারদের প্রভাবিত করার চেষ্টা করছেন জিতেন্দ্র তিওয়ারি। তাই তাঁর বিরুদ্ধে নির্বাচন কমিশনে অভিযোগ জানাচ্ছে তারা। তবে জিতেন্দ্র পাল্টা অভিযোগ করেছেন তৃণমূলের বিরুদ্ধেই। তাঁর বক্তব্য, বহিরাগতদের এনে এখানে ভোট করাতে চাইছে তৃণমূল। সেই প্রেক্ষিতে তিনি বুথে ঢুকতে যান, তখন তাঁকে পুলিশ বাধা দেয়। পরে দুই পক্ষের সাময়িক বচসা হয়। আবাব্র বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পালকে আসানসোলে পুলিশের বিরুদ্ধে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে ইতিমধ্যেই। সিআইএসএফ নিরাপত্তা ছাড়া তিনি ভোটগ্রহণ কেন্দ্রে ভোট দিতে ঢুকতে পারবেন বলে পুলিশের পক্ষে জানানো হয়, এমনটাই দাবি করছে বিজেপি। অন্যদিকে, সকালেই আসানসোলে দুই বিজেপি প্রার্থীকে আটক করা হয় বলে খবর ছিল। ২০ ও ২২ নম্বর ওয়ার্ডের দুই বিজেপি প্রার্থীকে সকালেই আটক করে পুলিশ। কিন্তু পরে তাদের ছেড়ে দেওয়া হয়।
আসানসোলে চাঞ্চল্য আরও বেড়েছে কারণ চেলিডাঙ্গা হাই স্কুলের সামনে একটি পুলিশের গাড়িতেই তৃণমূল প্রার্থীর সমর্থনে স্টিকার লাগানো ছিল! কী ভাবে পুলিশের গাড়িতে এইভাবে কোনও দলের সমর্থনে স্টিকার লাগানো থাকে, তাও আবার সেই গাড়ি নিয়েই ভোটের দায়িত্ব পালিত হয় তা নিয়ে উঠেছে প্রশ্ন। যদিও এই বিষয়ে এখনও পর্যন্ত পুলিশের তরফ থেকে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।