বালিগঞ্জে তৃণমূলের পরেই সিপিএম! আসানসোলে ঘাসফুল এগিয়ে প্রায় ৯০ হাজারে

বালিগঞ্জে তৃণমূলের পরেই সিপিএম! আসানসোলে ঘাসফুল এগিয়ে প্রায় ৯০ হাজারে

কলকাতা: আসানসোল এবং বালিগঞ্জ নির্বাচন আদতে তৃণমূল এবং বিজেপির কাছে প্রেস্টিজ ফাইট। কিন্তু সকাল থেকে যে ট্রেন্ড দেখা যাচ্ছে তাতে বেশ আরামেই দুটি কেন্দ্রে জিতবে তৃণমূল কংগ্রেস। কারণ দুই কেন্দ্রে বড় ব্যবধানে এগিয়ে ঘাসফুল প্রার্থীরা। বালিগঞ্জের তৃণমূল প্রার্থী বাবুল সুপ্রিয় আপাতত এগিয়ে প্রায় ৮ হাজার ভোটে। অন্যদিকে, আসানসোলের তারকা তৃণমূল প্রার্থী শত্রুঘ্ন সিনহা এগিয়ে প্রায় ৯০ হাজার ভোটে। দুই কেন্দ্রেই বিজেপি ধারে-কাছে নেই।

আরও পড়ুন- অখণ্ড ভারত নিয়ে বড় ঘোষণা ভাগবতের! বাধা পেলে গুঁড়িয়ে দেওয়ার হুঙ্কার

বালিগঞ্জে নবম রাউন্ড শেষে তৃণমূল ২৬ হাজার ০৮৫ ভোট পেয়েছে। সিপিএম পেয়েছে ১৭ হাজার ১৬৮ ভোট। কংগ্রেস ৩ হাজার ৭৮২ ভোট এবং বিজেপি প্রার্থী পেয়েছেন ৩ হাজার ৩৩৬ ভোট। এদিকে শেষ তথ্য অনুযায়ী, আসানসোলে ৩৭ হাজারের বেশি ভোটে এগিয়ে তৃণমূল প্রার্থী শত্রুঘ্ন সিনহা। তবে ভোট শতাংশের হিসেবে খুব একটা শান্তি পাবে না তৃণমূল। কারণ বালিগঞ্জে তাদের ভোট শতাংশ কমেছে আগের থেকে। আপাতত তৃণমূলের ঝুলিতে গিয়েছে ৫৫.২ শতাংশ ভোট। যা ২০২১ সালের বিধানসভা ভোটে ছিল ৭০ শতাংশ। জানা গিয়েছে, বালিগঞ্জে ১৯ রাউন্ডে ভোট গণনা হবে। আসানসোলে গণনা হবে ১৪ থেকে ১৫ রাউন্ড। দুই গণনা কেন্দ্র ও স্ট্রংরুমে কড়া নিরাপত্তার ব্যবস্থা যেমন রয়েছে, তেমনই রয়েছে ত্রিস্তরীয় নিরাপত্তা ব্যবস্থা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

5 × one =