কলকাতা: খেজুরি বিস্ফোরণ কাণ্ডের তদন্তের স্বার্থে এবার তৎপরতা বাড়াতে শুরু করেছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা এনআইএ। সেই প্রেক্ষিতেই একাধিক তৃণমূল কংগ্রেসের নেতা-নেত্রীদের তলব করল তারা। তাদের সকলকে নোটিশ পাঠানো হয়েছে বলে জানা গিয়েছে। জিজ্ঞাসাবাদের জন্য তাদের কাছে নোটিশ গিয়েছে। তবে কারা পেয়েছেন এই নোটিশ?
আরও পড়ুন- বন্দুক হাতে নিয়ে ভাইরাল তৃণমূল নেতা! ছবি ঘিরে বিতর্ক
সূত্রের খবর, পটাশপুরের তৃণমূল কংগ্রেস বিধায়ক উত্তম বারিক নোটিশ পেয়েছেন। কাঁথি ২ নম্বর ব্লকের পঞ্চায়েত সমিতির সহ সভাপতি তরুণ জানাকেও নোটিশ দিয়েছে গোয়েন্দা সংস্থা। এছাড়াও পূর্ব মেদিনীপুরের একাধিক শাসক দলের নেতাদের নোটিশ পাঠানো হয়েছে। যদিও তৃণমূল অভিযোগ করছে যে, পুরসভা ভোটে বিরাট হারের পর বিজেপি হতাশ হয়ে পড়েছে। শাসক দলের বিরুদ্ধে ঈর্ষান্বিত হয়ে পড়েই কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থাকে কাজে লাগিয়েছে তারা। এইভাবে মিথ্যে মামলা দিয়ে তৃণমূল নেতাদের ফাঁসানোর চেষ্টা করা হচ্ছে বলেই দাবি করছে ঘাসফুল শিবির। কিন্তু বিজেপি সম্পূর্ণ উলটো কথা বলছে। তাদের বক্তব্য, মিথ্যে মামলা দেওয়া এবং ফাঁসানোর চেষ্টা করা আদতে তৃণমূলে কাজ। বিজেপি এইসব করে না। প্রয়োজন অনুযায়ী গোয়েন্দা সংস্থা তদন্তের জন্যই এই নোটিশ দিয়েছে বলে দাবি তাদের। সব মিলিয়ে এখন এই ইস্যুতে বাংলার রাজনৈতিক পরিবেশ উত্তপ্ত হয়েছে।
গত জানুয়ারি মাসে খেজুরিতে বিস্ফোরণ ঘটে এবং দুই জনের মৃত্যু হয়। বিজেপি এবং তৃণমূল একে অপরের বিরুদ্ধে অভিযোগ তুলে সরব হয়েছে তখন থেকেই। বিজেপির তরফ থেকে দাবি করা হয়েছিল বোমা বানাতে গিয়ে বিস্ফোরণে দুজনের মৃত্যু হয়েছে। তবে গ্যাস সিলিন্ডার ফেটে এমন দুর্ঘটনা ঘটতে পারে বলে পুলিশের অনুমান ছিল।