কলকাতা: রাইফেল নিয়ে রয়েছেন তৃণমূল নেতা! ছবি ভাইরাল হতেই ব্যাপক বিতর্ক শুরু হয়ে গিয়েছে ইতিমধ্যেই। হরিশ্চন্দ্রপুর ২ নম্বর ব্লক যুব তৃণমূলের সাধারণ সম্পাদক গোলাম সিরাজউদ্দিন আলি ওরফে পুকালু খান একটি রাইফেল নিয়ে ছবি দিয়েছেন। তাতেই বিজেপি সরব হয়েছে এবং নিন্দার ঝড় শুরু হয়েছে। ঘটনাটি মালদহের জেলার হরিশ্চন্দ্রপুর থানা এলাকায়। যদিও তৃণমূল নেতার দাবি, ওটা পাখি মারা বন্দুক।
আরও পড়ুন- গরু পাচার মামলায় রক্ষাকবচের আবেদন খারিজ, হাই কোর্টে ধাক্কা অনুব্রতর
যে ছবি ভাইরাল হয়েছে তাতে দেখা যাচ্ছে, চেয়ারে বসে রাইফেল নিয়ে পোজ দিচ্ছেন তৃণমূল নেতা। পাশে কেউ একজন বসে তবে তাঁকে দেখা যাচ্ছে না। ছবি ভাইরাল হতেই একাধিক প্রশ্ন উঠতে শুরু করেছে। তবে তৃণমূল নেতা পুকালু বলছেন, বন্দুক নিয়ে ছবি তোলার শখ ছিল, তাই তিনি তুলেছেন। আর ওটা আদতে পাখি মারা বন্দুক। ছবি ভাইরাল হতেই এ নিয়ে সুর চড়িয়ে কটাক্ষ করেছে বিজেপি। উত্তর মালদহের বিজেপি সাংসদ খগেন মুর্মুর বক্তব্য, এলাকায় ত্রাস ছড়াতে তৃণমূল এই সব করছে। মানুষকে ভয় দেখাতে এবং তাদের মধ্যে ভয় ধরিয়ে রাখতেই এই কাজ। পঞ্চায়েত ভোটের আগে বন্দুক শেখানোর প্রশিক্ষণ দিচ্ছে তারা, এমন অভিযোগ করা হচ্ছে।
এদিকে বিজেপির কটাক্ষের জবাব দিয়েছেন ওই নেতাও। তিনি বলছেন, বিজেপির পায়ের তোলার মাটি সরে গিয়েছে তাই যা হোক করেই খবরে থাকার চেষ্টা করছে। তাদের বোঝার ক্ষমতা নেই যে কোনটা একে-৪৭ আর কোনটা পাখি মারার বন্দুক। তাই কুৎসা রটিয়ে মানুষের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করতে চাইছে তারা। তৃণমূল কংগ্রেসকে বদনাম করার প্রচেষ্টা করা হচ্ছে বিজেপির তরফে।