বেআইনি ভাবে নির্মাণ, তৃণমূল নেতার সাধের পাঁচতলা বাড়ি ভাঙার নির্দেশ আদালতের

বেআইনি ভাবে নির্মাণ, তৃণমূল নেতার সাধের পাঁচতলা বাড়ি ভাঙার নির্দেশ আদালতের

high-court-ssc-case-hearing-commission-faces-question

বজবজ:  বেআইনিভাবে বহুতল তৈরি করছিলেন তৃণমূল নেতা বলে অভিয়োগ। আদালত সেই বহুতল ভাঙার নির্দেশ দেয়। তৃণমূল নেতার সাধের পাঁচতলা বিল্ডিং ভাঙার কাজ মঙ্গলবার শুরু হল বলে জানা গিয়েছে।

বজবজ থানা ও পুরসভা মারফত জানা গিয়েছে, বজবজ পুরসভার প্রাক্তন ভাইস চেয়ারম্যান তথা ১৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শেখ লুৎফর হোসেন। তিনি পাঁচতলার একটি আলিসান বিল্ডিং তৈরি করছিলেন। পরিকল্পনা অনুযায়ী এগোচ্ছিল। জনৈ এক মহিলা হাইকোর্টে জনস্বার্থ মামলা করেন। এই মামলার পরেই ওই বহুতল নির্মাণের ওপর স্থগিতাদেশ দেওয়া হয়। পরবর্তীকালে হাইকোর্ট জানায়, এই বহুতল নির্মাণ অবৈধ। বজবজ পুরসভাকে এই অবৈধ নির্মাণ ভাঙার নির্দেশ দেয়। 

হাইকোর্টের রায় মেনেই মঙ্গলবার বজবজ পুরসভার নেতৃত্বে ওই পাঁচতলা বিল্ডিং ভাঙার কাজ শুরু হয়েছে। এই প্রসঙ্গে বজবজ পুরসভার বর্তমানে তৃণমূলের চেয়ারম্যান গৌতম গুপ্ত বলেন, আদালতের নির্দেশ মেনেই এই বহুতল ভাঙা হচ্ছে। ১০ মে থেকে পাঁচলা বাড়িটি ভাঙার কাজ শুরু হয়েছে। পুরসভার রেকর্ড অনুযায়ী, এই বহুতল তৈরির জন্য কোনও অনুমতি নেওয়া হয়নি। 

 এই প্রসঙ্গে লুৎফর হোসেন বলেন, একথা সত্যি বাড়িটি তৈরির সময় কোনও লিখিত অনুমতি নেওয়া হয়নি। কিন্তু এই বাড়িটি কারও জমি দখল করে করিনি। আমার পৈতৃক জমি। সেই জমিতেই এই বাড়িটি করছিলাম। এদিন তিনি বলেন, আদালতের রায় আমি মাথা পেতে নিচ্ছি। তবে আছিপুর পর্যন্ত এমন অনেক বাড়ি রয়েছে, যা তৈরির সময় পুরসভা থেকে অনুমতি নেয়নি। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *