শিলিগুড়িতে দাপুটে জয় ঘাসফুলের, অনেক পিছিয়ে বিজেপি

শিলিগুড়িতে দাপুটে জয় ঘাসফুলের, অনেক পিছিয়ে বিজেপি

শিলিগুড়ি: বিধাননগর, শিলিগুড়ি, আসানসোল এবং চন্দননগর, এই চার পুরসভা তৃণমূলের হাতে কার্যত চলে গিয়েছে। মোটামুটিভাবে ফল প্রকাশ হয়ে গিয়েছে এবং দেখা গিয়েছে সব জায়গায় দাপটের সঙ্গে জয়ী তৃণমূল কংগ্রেস। এমনকি যেখানে আপাত দৃষ্টিতে পিছিয়ে ছিল ঘাসফুল, সেই শিলিগুড়িতেও এবার বিপুল জয় পেয়েছে তারা। দেখে নেওয়া যাক সেখানের ওয়ার্ড ভিত্তিক ফল।
 

আরও পড়ুন- সবুজ ঝড়েও ব্যতিক্রমী জিতেন্দ্রর স্ত্রী, জিতলেন ভোটে

শিলিগুড়ি পুরসভায় মোট আসন ৪৭। সেখানে তৃণমুল পেয়েছে ৩৭ টি আসন। তাদের থেকে অনেকটাই পিছিয়ে বিজেপি। নির্বাচনে বিজেপি পেয়েছে মাত্র ৫ টি আসন। এদিকে, বামেরা পেয়েছে ৪ টি আসন এবং কংগ্রেস পেয়েছে ১ টি মাত্র আসন। ওয়ার্ড হিসেবে দেখতে গেলে তৃণমূল কংগ্রেস ২০, ২২, ২, ৪৭, ১৭, ১, ৩, ৩১, ৩৩, ১৮, ৬, ২৫, ৩৪, ২৬, ২৭, ৪২, ১৪, ৭, ৪৩, ২৮, ৪০, ৩২, ১০, ৪৬, ১২, ৩৫, ৩৭, ৩৮, ৪৪, ১৩, ১৫, ২১, ৩৬, ৩০, ৪১, ৩৯, ২৪ ওয়ার্ডে জয় পেয়েছে। এদিকে, বিজেপি ৫, ৮, ৪, ১১,৯ ওয়ার্ডে জয় পেয়েছে। বামেরা জয় পেয়েছে ২৯, ৪৫, ১৯, ২২ ওয়ার্ডে এবং কংগ্রেস জিতেছে ১৬ নম্বর ওয়ার্ডে।

আজকের এই জয়ের পর মমতার বক্তব্য, চার কেন্দ্রেই শান্তিপূর্ণ নির্বাচন হয়েছে এবং মানুষের ভোটে তারা জয় পেয়েছেন, তাই তিনি খুশি। শান্তিপূর্ণ ভাবে মানুষ ভোটাধিকার প্রয়োগ করেছেন। তাতে এই ফল হয়েছে, এমনটাই জানান তৃণমূল কংগ্রেস নেত্রী। সেই প্রেক্ষিতেই দলীয় কর্মীদের উদ্দেশ্যে তাঁর কড়া বার্তা, মানুষের জন্য আরও নম্রভাবে কাজ করতে হবে কারণ এই জয় মানুষের জয়। একই সঙ্গে বিজেপিকে একহাত নিয়ে তিনি বলেন, উত্তরবঙ্গে বিধানসভা ভোটে জয় পেয়েও দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ারের জন্য বিজেপি কিছুই কাজ করেনি। শুধু মিথ্যে প্রতিশ্রুতি দিয়েছে। মানুষ পুরভোটে তারই জবাব দিয়েছেন। এছাড়াও আজ বড় ঘোষণা করেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি জানান, শিলিগুড়ির মেয়র হবেন গৌতম দেব৷ তবে বিধাননগর পুরনিগমের মেয়র কে হবেন তা এখনও চূড়ান্ত নয়৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *