কলকাতা: রাজ্যের শিল্পমন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের অত্যন্ত ঘনিষ্ঠ বলে পরিচিত অর্পিতা মুখোপাধ্যায়ের বাড়ি থেকে শুক্রবার রাতে উদ্ধার হয়েছে ২০ কোটিরও বেশি টাকা। এই বিপুল পরিমাণ নগদ টাকা উদ্ধার করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)৷ এই ঘটনা সামনে আসার পরেই বিরোধীরা একে একে তোপ দাগতে শুরু করেছে তৃণমূল সরকারের বিরুদ্ধে। বলা হচ্ছে, এই টাকা লুটের টাকা, আরও টাকা উদ্ধার হতে পারে। যদিও তৃণমূল কংগ্রেসের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ এই বিষয়ে স্পষ্ট বক্তব্য রেখেছেন। তাঁর কথায়, এই ঘটনার সঙ্গে দলের কোনও সম্পর্ক নেই।
আরও পড়ুন- রাইসিনা হিলসে দ্রৌপদী, জানেন কত বেতন পাবেন? আর কী কী সুবিধাই বা পান ভারতের রাষ্ট্রপতি
টাকা উদ্ধারের ঘটনা নিয়ে একটি টুইট করেন কূণাল ঘোষ। তাতে তিনি স্পষ্ট করে লেখেন, ”ইডি যে টাকা উদ্ধার করেছে, তার সঙ্গে তৃণমূলের কোনও সম্পর্ক নেই। এই তদন্তে যাদের নাম আসছে, এ সংক্রান্ত প্রশ্নের জবাব দেওয়ার দায়িত্ব তাঁদের বা তাঁদের আইনজীবীদের। কেন দলের নাম জড়িয়ে প্রচার চলছে, দল নজর রাখছে। যথাসময়ে বক্তব্য জানাবে।” এক কথায় তিনি ব্যক্তিগতভাবে পার্থ চট্টোপাধ্যায়ের ওপরই এই দায়িত্ব ছেড়ে দিয়েছেন। আসলে অভিযোগ করা হচ্ছে, নিয়োগ নিয়ে যে কেলেঙ্কারি হয়েছে এই টাকা সেখান থেকেই এসেছে। ইডিও টুইট করে জানায়, ”পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশন এবং পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদের নিয়োগ দুর্নীতির তদন্তে নেমে বেশ কয়েকটি জায়গায় তল্লাশি চালানো হচ্ছে।”
ইডি যে টাকা উদ্ধার করেছে, তার সঙ্গে তৃণমূলের কোনও সম্পর্ক নেই। এই তদন্তে যাদের নাম আসছে, এসংক্রান্ত প্রশ্নের জবাব দেওয়ার দায়িত্ব তাঁদের বা তাঁদের আইনজীবীদের। কেন দলের নাম জড়িয়ে প্রচার চলছে, দল নজর রাখছে। যথাসময়ে বক্তব্য জানাবে।
— Kunal Ghosh (@KunalGhoshAgain) July 22, 2022
শিক্ষক দুর্নীতি মামলায় শুক্রবার সকালেই ডায়মন্ড সিটি আবাসনে পৌঁছে গিয়েছিলেন ইডি-র অফিসাররা৷ সেখান থেকেই ৫০০ এবং ২০০০ টাকা নোটে প্রায় ২০ কোটি টাকা উদ্ধার করেন তাঁরা৷ এই টাকা কোথা থেকে কী ভাবে এল? পেশায় আইনজীবী অর্পিতা মুখোপাধ্যায়ের কাছ থেকে এখনও এর কোনও সদুত্তর দিতে পারেননি৷ অর্পিতা মুখোপাধ্যায় কী ভাবে এই দুর্নীতির সঙ্গে জড়িয়েছিলেন সেটাও স্পষ্ট নয়৷ তবে তাঁর অন্যতম পরিচয় তিনি মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের ঘনিষ্ঠ৷ ২০ কোটির টাকার পাশাপাশি ২০টি মোবাইল উদ্ধার হয়েছে।