পার্থকাণ্ড নিয়ে ‘মেপে পা ফেলছে’ তৃণমূল, কর্মীদের বিশেষ নির্দেশ

পার্থকাণ্ড নিয়ে ‘মেপে পা ফেলছে’ তৃণমূল, কর্মীদের বিশেষ নির্দেশ

2f908cadcd074a21369a21d875c950ad

কলকাতা: রাজ্য সরকার এবং তৃণমূল কংগ্রেস দল, দুইই এখন পড়েছে বিরাট অস্বস্তিতে। কারণ, পার্থ চট্টোপাধ্যায়। প্রায় ১ সপ্তাহ হল ইডি তাঁকে এবং তাঁর বান্ধবীকে গ্রেফতার করেছে নিয়োগ দুর্নীতি মামলা এবং আর্থিক তছরূপের অভিযোগে। ইতিমধ্যেই সরকার এবং দল পার্থ চট্টোপাধ্যায়কে পদ থেকে সরিয়ে দিয়েছে। এখন তিনি শুধুই তৃণমূলের সাসপেন্ডেড বিধায়ক ছাড়া কিছুই নন। তাও এই ইস্যু নিয়ে মেপে পা ফেলতে চাইছে শাসক দল। সেই প্রেক্ষিতেই দলের কর্মীদের দেওয়া হয়েছে বিশেষ বার্তা।

আরও পড়ুন- রহস্যজনক ভাবে অর্পিতার ফ্ল্যাট থেকে উধাও চারটি গাড়ি! খোঁজ শুরু করল ED

তৃণমূলের শীর্ষ নেতৃত্বের তরফে এক নির্দেশিকায় বলা হয়েছে, এই মুহূর্তে কোথাও দলীয় সভা বাঁ জমায়েত করার দরকার নেই। মাইক বাজিয়ে সভা করা যাবে না। একই সঙ্গে পার্থ চট্টোপাধ্যায়ের অপসারণের সিদ্ধান্ত নিয়ে বেশি করে প্রচার করতে হবে। সোশ্যাল মিডিয়াতে বহুল প্রচার করতে হবে যে দলের সঙ্গে তাঁর কোনও যোগ নেই। পাশাপাশি দুর্নীতি নিয়ে কোথাও কোনও অলোচনা সভায় অংশগ্রহণ করতে বারণ করা হয়েছে দলীয় কর্মীদের। এই বিষয় নিয়েও কম কথা বলতে নির্দেশ দেওয়া হয়েছে। বিশেষ করে পার্থ চট্টোপাধ্যায় ইস্যুতে নীরব থাকতেই বলা হয়েছে নীচু তলার কর্মীদের।

মনে করিয়ে দিতে হয়, গ্রেফতার হওয়ার পর পার্থ চট্টোপাধ্যায়ের ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়ের টালিগঞ্জ এবং বেলঘরিয়ার ফ্ল্যাট থেকে ৫০ কোটিরও বেশি নগদ টাকা, বিদেশি মুদ্রা এবং স্বর্ণালঙ্কার উদ্ধার হয়েছে। আরও অনেক কোটি টাকা এখনও উদ্ধার করা বাকি বলেই অনুমান করছে ইডি। পাশাপাশি পার্থর আরও ‘ঘনিষ্ঠ’দের দিকে নজর দিয়েছে আধিকারিকরা।   

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *