প্রকাশ্যে রাস্তায় তৃণমূল কাউন্সিলরকে মারধর! উত্তেজনা শহরেই

প্রকাশ্যে রাস্তায় তৃণমূল কাউন্সিলরকে মারধর! উত্তেজনা শহরেই

কলকাতা: আজ দুই কেন্দ্রের ভোটের ফল প্রকাশ। তা নিয়ে ইতিমধ্যেই উত্তেজনা প্রবল। এরই মাঝে ব্যাপক উত্তাপ ছড়াল খোদ শহর কলকাতায়। উত্তপ্ত হল উত্তর কলকাতার বৌবাজার এলাকা। জাকারিয়া স্ট্রিটে তৃণমূল কংগ্রেস কাউন্সিলরকে মারধর করা হয়েছে বলে অভিযোগ। প্রকাশ্য রাস্তায় এইভাবে তৃণমূলের কাউন্সিলরকে মারধরের ঘটনায় হইহই সৃষ্টি হয়েছে।

আরও পড়ুন- স্কুলে পড়ুয়াদের মোবাইল, স্মার্টফোনে ‘না’, কিছু নিয়ম শিক্ষকদের জন্যেও, বিজ্ঞপ্তি পর্ষদের

জানা গিয়েছে, ৩৯ নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেস কাউন্সিলর মহম্মদ জসিমউদ্দিনের ভাই ওই রাস্তা দিয়ে স্কুটারে করে যাওয়ার সময়ে নীরজ নামে এক যুবক তাঁকে ধাক্কা মারে। এই নিয়ে প্রথমে বচসা শুরু হলে পরে তা হাতাহাতিতে পরিণত হয়। রাতারাতি এলাকায় ভিড় জমে যায় এবং দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বাঁধে। প্রাণ বাঁচিয়ে একটি বাড়িতে আশ্রয় নেন কাউন্সিলরের ভাই। তারপর দাদাকে ফোন করে সাহায্য চান। এরপরেই ঘটনা আরও বিশ্রী মোড় নেয়। ঘটনাস্থলে তৃণমূল কাউন্সিলর এসে পৌঁছলে তাঁকে বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ। ৪৩ নম্বর ওয়ার্ডের নির্দল কাউন্সিলর আয়েষা কানিজের স্বামীর অনুগামীরা এই ঘটনা ঘটিয়েছে বলে দাবি করা হয়েছে। যদিও সেই অভিযোগ অস্বীকার করা হয়েছে তাদের তরফে।

কিছুক্ষণের মধ্যেই এলাকায় চলে আসে পুলিশ। যদিও অভিযোগ উঠেছে যে, পুলিশের সামনেও হাতাহাতি হয় কিন্তু এই ঘটনা ঘটলেও কোনও ব্যবস্থা নেওয়া হয়নি। পুলিশ অবশ্য তেমন কথা স্বীকার করছে না। তারা বলছে, তদন্ত শুরু হয়েছে এবং ইতিমধ্যেই বেশ কয়েক জনকে গ্রেফতার করা হয়েছে। এখন এলাকায় উত্তেজনা থাকায় বিশাল পুলিশ মোতায়েন করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

20 − 9 =