দুই নয় তিন, দিনহাটাও ভোটের আগে ‘জিতল’ তৃণমূল

দুই নয় তিন, দিনহাটাও ভোটের আগে ‘জিতল’ তৃণমূল

কলকাতা: পুরসভা নির্বাচনের এখনও দিন আসেনি তার আগেই এক, দুই নয়, তিনটি পুরসভা জিতে গেল তৃণমূল কংগ্রেস! গতকাল বজবজ এবং সাইথিয়ার খবর এসেছিল, আজ দিনহাটা। ওই পুরসভার ১২টি আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতেছেন জোড়াফুল প্রার্থীরা। যার ফলে ১৬ আসনের দিনহাটা এখন তৃণমূলের দখলেই চলে গেল ভোটের আগেই। সিপিএম ৪ টি আসনে প্রার্থী দিলেও পরে তা ক্ষোভে প্রত্যাহার করে নেয়। ফলত তৃণমূলের জয়ে আর কোনও বাধা ছিল না।

আরও পড়ুন- সঙ্গী চাইলে নাম লেখান! ভ্যালেন্টাইনস-ডে পালনের বিজ্ঞপ্তি যাদবপুরে

গতকাল বজবজের ১২ টি ওয়ার্ডে বিরোধী প্রার্থীই নেই বলে জানা গিয়েছিল। অন্যদিকে, সাইথিয়া পুরসভায় ১৩ টি ওয়ার্ডে নেই বিরোধী প্রার্থী বলে খবর ছিল। আর তাই এই দুটি পুরসভা ভোটের আগেই পেয়ে গিয়েছে ঘাসফুল শিবির। আজ দিনহাটা দখল করে নেওয়ার ফলে ইতিমধ্যেই ৩ পুরসভা জিতে নিল ঘাসফুল বাহিনী। গতকালই দিনহাটায় প্রবল উত্তেজনা ছড়িয়েছিল কার্যত সারাদিন ধরে। আজ সেখানে সবুজ আবির উড়ল। এই ঘটনা নিয়ে রাজনৈতিক উত্তেজনা এমনিতেই শুরু হয়ে গিয়েছে। বিজেপি এবং সিপিএম তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে সন্ত্রাসের অভিযোগ তুলেছে। বলা হয়েছে, রাজ্যে যে গণতন্ত্র নেই তা আবার প্রমাণিত হল। যদিও দিনহাটা নিয়ে উচ্ছ্বসিত তৃণমূল বিধায়ক উদয়ন গুহ। তিনি জানান, বিজেপি বা বামেদের যা সাংগঠনিক শক্তি তাতে ওরা প্রার্থী দিতে পারেনি। যাদের করা হয়েছিল তাদের ধরে রাখা যায়নি। তাই এটাই হওয়ার ছিল।

উল্লেখ্য, ২৭ তারিখের ভোটগ্রহণ নিয়ে বিজ্ঞপ্তি জারি করে নির্বাচন কমিশন জানিয়েছে, মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন ১২ ফেব্রুয়ারি। সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ভোটগ্রহণ হবে ১০৮ পুরসভাতে। তবে পুরভোটে প্রচারের সময়সীমা বাড়িয়েছে তারা। শেষ প্রচারের সময়সীমা ৭২ ঘণ্টা থেকে কমিয়ে তা করা হয়েছে ৪৮ ঘণ্টা। কিন্তু তার আগেই তিন পুরসভা চলে গেল তৃণমূল কংগ্রেসের দখলে।  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *