ছাপ্পা হতেই পারে! কিন্তু… ব্যাখ্যা দিলেন তৃণমূল বিধায়ক

ছাপ্পা হতেই পারে! কিন্তু… ব্যাখ্যা দিলেন তৃণমূল বিধায়ক

আসানসোল: গতকাল চার পুরসভার ভোটের ফল প্রকাশ হয়েছে। তৃণমূল কংগ্রেস চার জায়গাতেই বিরাট জয়লাভ করেছে। কিন্তু বিরোধীদের বক্তব্য, ছাপ্পা করে, ভোট লুঠ করে এবং সন্ত্রাস চালিয়ে এই জয় পেয়েছে তৃণমূল কংগ্রেস। যদিও বিরোধীদের এই দাবিকে পাত্তা দেয়নি শাসক শিবির। তবে এখন তাদের তরফে থেকেই ছাপ্পা দেওয়ার ব্যাপার নিয়ে ব্যাখ্যা দেওয়া হচ্ছে। রানিগঞ্জের তৃণমূল বিধায়ক এই ইস্যুতে মুখ খুলে দলের জয় নিয়ে মন্তব্য করেছেন। ছাপ্পা ভোটের পেছনে দিয়েছেন যুক্তিও।

আরও পড়ুন- সবুজ ঝড়েও ব্যতিক্রমী জিতেন্দ্রর স্ত্রী, জিতলেন ভোটে

তৃণমূল বিধায়কের বক্তব্য, কোনও কোনও বুথে অশান্তি হতেই পারে। আগেও হত, এখনও হয়। তাই ১০ থেকে ২০ মিনিটের জন্য ছাপ্পা হতেই পারে। কিন্তু হিসেব করে দেখতে হবে যে এই সময় গড়ে কত ছাপ্পা ভোট হতে পারে। এক ঘণ্টায় হিসেব করলে ৬০ থেকে ৭০ টি ভোট ফলস পড়তে পারে, তার থেকে বেশি নয়। কিন্তু প্রত্যেক কেন্দ্রে তৃণমূল কংগ্রেস অনেক বেশি ভোটের ব্যবধানেই জিতেছে। এত ভোট ছাপ্পা হওয়া কখনই সম্ভব নয়। তাই তৃণমূল কংগ্রেসের এই জয় ছাপ্পা ভোটে হয়েছে তা কী করে বলা হচ্ছে, প্রশ্ন তোলেন তিনি। এতএব তিনি একদিকে ছাপ্পা ভোট হওয়ার কথা কার্যত মেনে নিলেও সেই ভোটের কারণেই যে জেতা সম্ভব নয় তাও স্পষ্ট করতে চাইছেন। উল্লেখ্য, আসানসোলে এবার তৃণমূল কংগ্রেস পেয়েছে ৯১ টি আসন। বিজেপি পেয়েছে সাতটি আসন। কংগ্রেস ৩ টি আসন পেয়েছে এবং সিপিএম পেয়েছে দুটি আসন।

তাৎপর্যপূর্ণভাবে ভোটের দিন সবথেকে বেশি পরিমাণে অশান্তি সৃষ্টি হয়েছিল এই আসানসোলেই। তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে ভোট লুঠ থেকে শুরু করে, প্রার্থীকে মারধর, মাথা ফাটিয়ে দেওয়া, মহিলা প্রার্থীর হেনস্থা করা, ছাপ্পা করানো, ভোটারদের ভয় দেখানোর মতো সব ধরণের অভিযোগ উঠেছিল। যদিও ফল প্রকাশের দিন খোদ তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, চার কেন্দ্রেই শান্তিপূর্ণ নির্বাচন হয়েছে এবং মানুষের ভোটে তারা জয় পেয়েছেন, তাই তিনি খুশি। শান্তিপূর্ণ ভাবে মানুষ ভোটাধিকার প্রয়োগ করেছেন। তাতে এই ফল হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

20 + five =