কলকাতা: প্রাথমিকে নিয়োগ বিজ্ঞপ্তিকে চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টে নয়া মামলা দায়ের করেছেন ১০ জন চাকরিপ্রার্থী। তবে তার জন্য আবেদন পত্র দেওয়ার কাজ থেমে থাকছে না। প্রাথমিকে টেটের আবেদন পত্র শুক্রবার বিকেল থেকেই দেওয়ার কাজ শুরু করছে প্রাথমিক শিক্ষা পর্ষদ। তাদের তরফ থেকে জানান হয়েছে, শুক্রবার বিকেল চারটের পর থেকেই অনলাইনে আবেদন পত্র দেওয়ার কাজ শুরু হবে। এই প্রক্রিয়া কত দিন চলবে তা এখনও পর্যন্ত জানানো হয়নি। তবে পর্ষদ সূত্রে খবর, আগামী ২১ দিন টেটের আবেদন পত্র অনলাইনে তোলা ও জমা দেওয়া যাবে। এদিকে, আজ থেকে প্রাথমিকের জন্য টেট আবেদনপত্র দেওয়ার পাশাপাশি আগামী ২১ অক্টোবর থেকে নিয়োগের আবেদন পত্র দেওয়ার প্রক্রিয়াও শুরু করবে পর্ষদ।
আরও পড়ুন-আবেদন খারিজ, টেট চাকরিপ্রার্থীদের গান্ধীমূর্তির পাদদেশে ধর্নায় বসার অনুমতি দিল না হাই কোর্ট
তবে নতুন করে যে মামলা করা হয়েছে তা নিয়ে এখন অস্বস্তিতে পর্ষদ। ২৯ সেপ্টেম্বর রাজ্য প্রাথমিক স্কুলে শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি জারি করে। প্রার্থীর যোগ্যতায় কেন বিএডদের সন্মতি দেওয়া হল, সেই প্রশ্ন তুলেই মামলা। মামলাকারীদের বক্তব্য, আগে বিএডদের সুযোগ দেওয়া হত না। কিন্তু পরে রাজ্য বিএডদের ও প্রাথমিক শিক্ষক নিয়োগের জন্য যোগ্য বলে ঘোষণা করে। ফলে ডিএলএড’দের সুযোগ কমে যাচ্ছে। ডিএলএড ট্রেনিং শুধুমাত্র প্রাথমিক স্তরের প্রার্থীদের জন্যই। তাদের দাবি, বিএড বাদ দিয়ে অবিলম্বে একটি সংশোধনী বিজ্ঞপ্তি প্রকাশ করুক প্রাথমিক শিক্ষা পর্ষদ। যদিও রাজ্যের তরফে জানান হয়েছে, সব আবেদনের ভিত্তিতে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।
আপাতত এই বিষয়টি কোন দিকে বাঁক নেয় তাই দেখার। আগামী সোমবার এই মামলার শুনানি শুরু হবে৷ এই মামলায় বিচারপতি হিরণ্ময় ভট্টাচার্য ইতিমধ্যে মন্তব্য করেছেন যে, পর্ষদের পক্ষে খুব সমস্যা, কোনও পদক্ষেপ করলেই মামলা হচ্ছে।