খাট ভেঙে পড়ে গেলেন শুভেন্দু, ময়নাগুড়িতে অল্পের জন্য রক্ষা

খাট ভেঙে পড়ে গেলেন শুভেন্দু, ময়নাগুড়িতে অল্পের জন্য রক্ষা

ময়নাগুড়ি:  সময়টা মোটেই ভালো যাচ্ছে না বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর। ময়নাগুড়িতে নির্যাতিতার পরিবারের সঙ্গে দেখা করতে গিয়ে বিপত্তি ঘটে গেল। সেখানে তিনি একটি খাটে বসতে গেলে, তা হুড়মুড়িয়ে ভেঙে পড়ে। টাল সামলাতে না পেরে বিজেপি নেতা শুভেন্দু অধিকারীও পড়ে যান বলে জানা যাচ্ছে।

কী হয়েছে ময়নাগুড়িতে?  বিজেপির পক্ষ থেকে ময়নাগুড়িতে নির্যাতিতার পরিবারের সঙ্গে দেখা করার সিদ্ধান্ত নেওয়া হয়।  বিজেপি নেতা শুভেন্দু অধিকারীর নেতৃত্বে একটি দল শুক্রবার ময়নাগুড়িতে নির্যাতিতার পরিবারের সঙ্গে দেখা করতে চান। সেখানে তিনি একটি খাটে বসেন। আচমকাই খাটটা ভেঙে পড়ে। এরফলে টাল সামলাতে না পেরে শুভেন্দু অধিকারীও পড়ে যান।  পরে অন্যান্য বিজেপি নেতারা তাঁকে টেনে তোলেন। তবে তাঁর কোনও আঘাত লাগেনি। আচমকা ঘটে যাওয়ায় খানিকটা হতবম্ব হয়ে যান বিজেপি নেতা। নিজেকে সামলে তিনি নির্যাতিতার পরিবারের সঙ্গে কথা বলেন বলে জানা গিয়েছে।

এই নিয়ে জোর চর্চা শুরু হয়েছে। অনেকেই কৌতুক করছেন। নাম প্রকাশে অনিচ্ছুক বিজেপির এক আদি নেতা বলেন, সময়টা মোটেই ভালো যাচ্ছে না শুভেন্দু অধিকারীর। গত বিধানসভা নির্বাচনের সময় তিনি তৃণমূল থেকে বিজেপিতে যোগ দেন। সেই সময় তিনি রাজ্যের মুখ্যমন্ত্রী হবেন বলে স্বপ্ন দেখেছিলেন। কিন্তু হতে হল বিরোধী দলনেতা। সেই যে পড়লেন তিনি। তারপর থেকে তিনি পড়েই যাচ্ছেন বলে মন্তব্য করেন ওই বিজেপি নেতা। তিনি কৌতুকের সুরে বলেন, সিউড়িতে বিক্ষোভ কর্মসূচি করতে গিয়ে পুলিশের ব্যারিকেড পড়ে যায় তাঁর পায়ে। এবার তিনি খাট ভেঙে পড়ে গেলেন।

খাট ভেঙে পড়ে যাওয়া নিয়ে নন্দীগ্রামের বিধায়ক কোনও মন্তব্য করেননি। সাংবাদিকের মুখোমুখি হয়ে তিনি বলেন, পুলিশ একটু নড়েচড়ে বসেছে। সংবাদমাধ্যমে খবর দেখানোর পর বা আমাদের বিক্ষোভ দেখানোর পর পুলিশের সক্রিয়তা দেখা গিয়েছে। তবে তাতে আদতে কোনও লাভ হবে না বলেও শুভেন্দু অধিকারী আশা করছেন। তিনি অপরাধীদের ধরার জন্য সিবিআই তদন্তের দাবি করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *