বিধানসভায় কর্মী নিয়োগেও দুর্নীতি? শুভেন্দুর অভিযোগে তৃণমূল যা বলল

বিধানসভায় কর্মী নিয়োগেও দুর্নীতি? শুভেন্দুর অভিযোগে তৃণমূল যা বলল

কলকাতা: বিধানসভায় কর্মী নিয়োগে দুর্নীতি হয়েছে বলে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী অভিযোগ তোলেন। এই অভিযোগকে কেন্দ্র করে সরকারপক্ষ ও বিরোধীদের মধ্যে তরজা তুঙ্গে উঠেছে। আসলে বিরোধী দলনেতার অভিযোগ, ২০১১ সাল থেকে বিধানসভার নিয়োগেও দুর্নীতি হয়েছে। তাদের হাতে এ বিষয়ে সুস্পষ্ট তথ্য প্রমাণ আছে। যদিও এর পাল্টা দিয়েছে তৃণমূল কংগ্রেস। রাজ্যের বিভিন্ন নিয়োগ দুর্নীতির মধ্যে এখন এই ইস্যু নিয়েও বড় বিতর্ক।

বিধানসভার বিরোধী দলনেতার দাবি, মূলত বিধানসভায় গ্রুপ-ডি পদে বহাল হওয়া অনেকেই বিধানসভায় বহাল হয়েছেন যাঁরা ভুয়ো মার্কশিট দিয়ে চাকরি পেয়েছেন। যদিও এই অভিযোগ উড়িয়ে বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় বলেন, বিধানসভার গ্রুপ-ডি পদে নিয়োগের ক্ষেত্রে সব নিয়ম মানা হয়েছে। পুলিশ ভেরিফিকেশন যেমন হয়েছে, তেমনই মেডিক্যাল পরীক্ষাও হয়েছিল। এমন অভিযোগ তুলে বিরোধী দলনেতা রাজ্যের মানুষকে বিভ্রান্ত করছেন। অন্যদিকে আবার পরিষদীয় মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের বক্তব্য, শুভেন্দু অধিকারী হতাশা থেকেই ভিত্তিহীন কথা বলছেন।

এর আগে দশ বছর বিরোধী দলনেতা যখন শাসক দলে ছিলেন তখন কেন এই নিয়ে অভিযোগ করলেন না তা নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি। একই সঙ্গে জানান, পুলিশ ভেরিফিকেশন, শারীরিক পরীক্ষার পরেই সব নথি যাচাই করে তবেই স্বচ্ছতার সঙ্গে নিয়োগ করা হয়। নিয়োগে দূর্নীতি নিয়ে বিরোধী দলনেতা আজ যে মন্তব্য করেছেন তা বিধানসভার কর্মীদের পক্ষে অত্যন্ত অপমানজনক বলে মত তাঁর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *