মহিলা দিয়ে ফাঁদ পাতা হয়েছিল! কী দাবি করলেন শুভেন্দু

মহিলা দিয়ে ফাঁদ পাতা হয়েছিল! কী দাবি করলেন শুভেন্দু

কলকাতা: নবান্ন অভিযানের একদম শুরুর দিকেই গ্রেফতার হয়েছিল বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। তাঁকে প্রথমে মহিলা পুলিশ গাড়িতে উঠতে বলছিল কিন্তু তিনি তা শোনেননি। পুরুষ পুলিশ ডাকতে বলেন। এমনকি শুভেন্দুকে এও বলতে শোনা যায়, ”ডোন্ট টাচ মাই বডি, আই অ্যাম মেল, ইউ আর লেডি।” সেই মন্তব্য নিয়ে তো এখন চর্চা তুঙ্গে। তৃণমূলের তরফে কটাক্ষ করা হচ্ছে তাঁকে। দলের মুখপাত্র আগেই মহানায়িকা সুচিত্রা সেনের একটি চরিত্রের কথা টেনে তাঁকে খোঁচা দিয়েছেন, আলুভাতে পর্যন্ত বলেছেন। অভিষেক বন্দ্যোপাধ্যায়ও তাঁকে একহাত নেন। এবার পাল্টা দিলেন খোদ শুভেন্দু।

আরও পড়ুন: নবান্ন অভিযান মামলা: রাজ্যের কাছে রিপোর্ট তলব, শুনানি শেষে রায়দান স্থগিত

বুধবার এসএসকেএমে আহত কলকাতা পুলিশের অ্যাসিস্ট্যান্ট কমিশনার দেবজিৎ চট্টোপাধ্যায়কে দেখতে এসেছিলেন অভিষেক। সেখান থেকেই শুভেন্দুকে একহাত নিয়ে তিনি মন্তব্য করেন, সুদীপ্ত সেন বা ম্যাথু স্যামুয়েল যদি মহিলা হতেন তাহলে শুভেন্দু অধিকারী টাকা নিতেন না। সঙ্গে আরও তীক্ষ্ণ মন্তব্য করতে শোনা যায় তাঁকে। তবে শুভেন্দু জানিয়েছেন, মহিলা দিয়ে ফাঁদ পাতা হয়েছিল তাঁর জন্য! কিন্তু তিনি ফাঁদে পা দেননি। শুভেন্দু বলেন, প্রায় সাত আটজন মহিলাকে দায়িত্ব দেওয়া হয়েছিল। তিনি কিছু করলেই জামিন অযোগ্য ধারায় মামলা হত। তিনি তাই সতর্ক ছিলেন। পাশাপাশি তিনি অভিযোগ করেন, পুলিশ তাঁদের সঙ্গে অনেক দুর্ব্যবহার করেছে।

মঙ্গলবারই শুভেন্দুকে খোঁচা দিয়ে তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ বলেছিলেন, অনেক দিন বাদে একজন পুরুষকে দেখা গেল প্রকাশ্যে প্রমাণ দিতে যে তিনি পুরুষ! তাঁর কথায়, যা বিনোদন দেখালেন শুভেন্দু অধিকারী, তা হল ‘সপ্তপদী রিভিজিটেড’। রিনা ব্রাউন বলেছিলেন, ‘ও আমাকে টাচ করবেন না’। আজ মহিলা পুলিশকে দেখিয়ে শুভেন্দু অধিকারী বললেন, ‘ডোন্ট টাচ মাই বডি’।” এছাড়া এদিন তাঁর বিরোধী দলনেতা হওয়া নিয়েও প্রশ্ন তুলেছেন কুণাল। মন্তব্য করেছেন, যতগুলি ক্যামেরা তাঁর দিকে তাক করা ছিল, তত মিনিটও তিনি পুলিশের সামনে দাঁড়িয়ে থাকার দম দেখাতে পারেননি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2 × 3 =