কলকাতা: ধর্মীয় উস্কানিমূলক মন্তব্য করেছেন তিনি। এই অভিযোগ তুলে সম্প্রতি নিম্ন আদালতে মামলা দায়ের করা হয় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে। সেই আদালতে হাজিরা এড়াতে এবার কলকাতা হাইকোর্টের দারস্থ হলেন বিজেপি বিধায়ক। শুভেন্দু অধিকারীর আইনজীবীর পক্ষ থেকে দ্রুত শুনানির আর্জি করা হলে সেই আবেদন গ্রহণ করেছেন হাইকোর্টের প্রধান বিচারপতি।
বিতর্কিত ও ধর্মীয় উস্কানিমূলক মন্তব্য করার অভিযোগ তুলে নন্দীগ্রামের বিজেপি বিধায়কের বিরুদ্ধে থানায় এবং পরে নিম্ন আদালতে যান মামলাকারী। সেই প্রেক্ষিতে আগামী শনিবার বিরোধী দলনেতাকে হাজিরা দিতে বলা হয়েছিল। তবে নিম্ন আদালতে হাজিরা দেওয়ার সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন শুভেন্দু অধিকারী। আগেই গত সোমবার মামলাটি উঠেছিল কলকাতা হাইকোর্টে। কিন্তু বিচারপতি ব্যক্তিগত কারণ দেখিয়ে মামলা থেকে সরে দাঁড়ান। এখন আবার নতুন বেঞ্চে মামলা শুনানির আর্জি জানান হয়েছিল, যা মঞ্জুর হয়েছে। রাজ্যের বিরোধী দলনেতার আবেদন গ্রহণ করেছেন প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব।