পরোক্ষে রাজ্য ভাগের দাবিকে সমর্থন করলেন শুভেন্দু? মন্তব্যে ইঙ্গিত

পরোক্ষে রাজ্য ভাগের দাবিকে সমর্থন করলেন শুভেন্দু? মন্তব্যে ইঙ্গিত

a58c93b0d76fcb12fcfafce45c460f6d

কলকাতা: উত্তরবঙ্গের ক্ষোভ সঠিক বলে মনে করেন তিনি। পৃথক রাজ্যের দাবিতে যেভাবে সরব হয়েছে বিজেপি নেতাদের একাংশ, তার প্রেক্ষিতেই এমন মন্তব্য করলেন বিজেপি বিধায়ক তথা রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি বলেন, রাজ্য ভাগের বিষয় নিয়ে দল যখন সিদ্ধান্ত নেবে তখনই এই ব্যাপারে কিছু বলবেন। কিন্তু এখন তিনি উত্তরবঙ্গের ক্ষোভকে সমর্থন করছেন।

আরও পড়ুন- অনুব্রত মণ্ডলের দেহরক্ষীর গাড়ি দুর্ঘটনায় গ্রেফতার লরিচালক

গতকালই শিলিগুড়ির বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ উত্তরবঙ্গ ভাগ করে দেওয়ার দাবি তুলেছেন। আলাদা রাজ্যের দাবির নেপথ্যে যে শুধু বঞ্চনা রয়েছে তাও খোলসা করেন তিনি। সেই ইস্যুতেই কথা বলতে গিয়ে শুভেন্দু অধিকারী জানান, উত্তরবঙ্গে সত্যিকারের কোনও উন্নয়ন রাজ্য সরকারের তরফে করা হয়নি। মুখ্যমন্ত্রী শুধু ঘুরতে আসেন উত্তরবঙ্গে, আর কিছুই করেননি। উত্তরকন্যা থেকে কোনও পরিষেবা পাওয়া যায় না। জলপাইগুড়ি সার্কিট বেঞ্চ নিয়েও কোনও পদক্ষেপ হয়নি। তাই উত্তরবঙ্গ যে বঞ্চিত তা তিনি মেনে নিচ্ছেন। তিনি আরও বলেন, উত্তরবঙ্গের রাজ্যের প্রতি যে ক্ষোভ রয়েছে, তা তিনি সঠিক বলেই মানেন। কোনও কর্মসংস্থান নেই উত্তরবঙ্গে, সেই কারণেই এখান থেকে সবথেকে বেশি পরিযায়ী শ্রমিক যায় অন্য রাজ্যে, দাবি তাঁর।

আসলে অতিরিক্ত তাপপ্রবাহ, গরমের কারণে রাজ্য সরকার স্কুল গুলিতে গরমের ছুটি এগিয়ে দিয়েছে। আগামী ২ মে থেকে শুরু হয়ে যাচ্ছে গরমের ছুটি। কিন্তু উত্তরবঙ্গের স্কুল গুলিতে ছুটি না দেওয়ার আর্জি জানিয়েছেন বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ। তাঁর কথায়, দক্ষিণবঙ্গের থেকে উত্তরবঙ্গের তাপমাত্রা অনেক বেশি মনোরম। দক্ষিণবঙ্গে তাপপ্রবাহ চলছে, কিন্তু উত্তরবঙ্গে এমন কোনও সমস্যা নেই। তাই উত্তরবঙ্গে কেন গরমের ছুটি দেওয়া হচ্ছে এই নিয়ে প্রশ্ন তোলেন তিনি। বিজেপি বিধায়ক বলছেন, প্রশাসনের কাজ দেখে মনে হচ্ছে তারা উত্তরবঙ্গকে বঞ্চিত করেই রাখতে চাইছে। তাই আলাদা রাজ্যের দাবি জানাচ্ছেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *