সারদা মামলা: হাইকোর্টে বড় স্বস্তি পেলেন শুভেন্দু

সারদা মামলা: হাইকোর্টে বড় স্বস্তি পেলেন শুভেন্দু

কলকাতা: সারদা কাণ্ডে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বিরাট স্বস্তি পেলেন কলকাতা হাইকোর্টে। তাঁর বিরুদ্ধে দায়ের হওয়া জনস্বার্থ মামলা বুধবার খারিজ করল কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। রাজ্যের বর্তমান বিজেপি বিধায়কের ভূমিকা খতিয়ে দেখে অবিলম্বে সিবিআই পদক্ষেপের আর্জি নিয়ে জনস্বার্থ মামলা দায়ের হয়েছিল হাইকোর্টে। সেই মামলাই খারিজ হয়ে গেল।

আরও পড়ুন- সম্পত্তি বৃদ্ধি ইস্যুতে তৃণমূলের পাল্টা অভিযোগ, বিজেপির ‘বি-টিম’ বলে নিশানা

আগেই বিধাননগরের এমপি-এমএলএ আদালতে হাজিরা দিতে এসে সারদা কর্তা সুদীপ্ত সেন দাবি করেছিলেন যে, পূর্ব মেদিনীপুরে বিভিন্ন প্ল্যান পাশ করিয়ে দেওয়ার জন্য টাকা দিয়েছিলেন শুভেন্দু অধিকারীকে। কিন্তু কত টাকা দিয়েছিলেন তা এখন মনে নেই। আবার এও দাবি, টাকা নেওয়ার জন্য শুভেন্দু অধিকারী তাঁকে ব্ল্যাকমেল করতেন। এই মর্মে আদালতকে তিনি চিঠিও দিয়েছেন বলে জানা সারদা কর্তা। এই নিয়ে নতুন করে সরব হয়েছে তৃণমূল কংগ্রেসও। দলের মুখপাত্র কুণাল ঘোষ বেশ কয়েক বার শুভেন্দুর গ্রেফতারির দাবি জানিয়েছেন। কিন্তু এদিন হাইকোর্টে স্বস্তি পেয়ে গেলেন বিজেপি বিধায়ক।

মনে রাখতে হবে, সারদা কর্তা সুদীপ্ত সেন এর আগে দু’দফায় কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি এবং কলকাতার মুখ্য মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটকে চিঠি লিখে শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে ক্ষমতার অপপ্রয়োগের অভিযোগ এনেছিলেন। যদিও শুভেন্দুর আইনজীবীর দাবি, সারদার ঘটনার নজরে আসার পর এক বছর পুলিশ তদন্ত করেছিল। তখন পুলিশি তদন্তে শুভেন্দু অধিকারীর নাম আসেনি। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

11 + nine =