কাশ্মীরে যা হয়েছে, বাংলাতেও হবে! মুখ্যমন্ত্রীকে ‘চ্যালেঞ্জ’ শুভেন্দুর

কাশ্মীরে যা হয়েছে, বাংলাতেও হবে! মুখ্যমন্ত্রীকে ‘চ্যালেঞ্জ’ শুভেন্দুর

6ddfa8d948db4c0981319a03ab94589d

কলকাতা: আজ ফের একবার উত্তাল হল রাজ্য বিধানসভা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জবাবী ভাষণের মধ্যেই বিক্ষোভ দেখায় বিজেপি এবং শেষে তারা ওয়াক আউট করে। পরে সাংবাদিকদের সামনে এসে মমতার সরকারকে তুলোধনা করলেন বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি নাম করে মুখ্যমন্ত্রীকে চ্যালেঞ্জ করলেন এবং দাবি করলেন যে, কাশ্মীরে কেন্দ্রীয় সরকার যে পদক্ষেপ করেছে, এই রাজ্যেও হবে। ঠিক কী বিষয় এমন মন্তব্য করলেন তিনি?

আরও পড়ুন- রাজ্যেই মিলবে পড়ার সুযোগ, ইউক্রেন ফেরত ডাক্তারি পড়ুয়াদের বড় আশ্বাস মুখ্যমন্ত্রীর

শুভেন্দুর কথায়, বিধানসভায় বিরোধী দলনেতার বক্তব্যের মাঝে বাধা দিয়েছে তৃণমূল কংগ্রেস। কাউন্সিলর খুন থেকে শুরু করে আনিস খান হত্যার প্রসঙ্গ তুলতেই বাধা দেওয়া হয়। এই কারণেই বিক্ষোভ দেখিয়েছে বিজেপি শিবির। বিজেপি বিধায়কের দাবি, রাজ্যের পুলিশ তৃণমূল সরকারের ক্যাডারে পরিণত হয়েছে। তাদের নির্দেশ মতো কাজ করছে। এই প্রসঙ্গে তাহেরপুরের কথা মনে করিয়ে দিতে চান শুভেন্দু। পাশাপাশি বলেন, ক্ষমতা থাকলে শুভেন্দু অধিকারীকে ছুঁয়ে দেখান মুখ্যমন্ত্রী। আসলে তাঁর অভিযোগ যে, বিধানসভায় তাঁকে ব্যক্তিগত আক্রমণ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেই পরিপ্রেক্ষিতেই এই মন্তব্য তাঁর।

একই সঙ্গে শুভেন্দু আরও বলেন, মুখ্যমন্ত্রী অভিযোগ করেছিলেন বিজেপি আলোচনায় অংশ নিতে চায় না। কিন্তু আসল কথা হল, বিধানসভায় বিজেপির কেউ বলতে গেলেই বাধা দেয় তৃণমূল। মমতা বন্দ্যোপাধ্যায় গণতন্ত্রে বিশ্বাস করেন না বলে দাবি তাঁর। তিনি স্বৈরাচারী বলেও কটাক্ষ করেন তিনি। আর এই ইস্যুতে কাশ্মীর প্রসঙ্গ টেনে শুভেন্দু বলেন, সেখানে কেন্দ্রীয় সরকার যে পদক্ষেপ করেছে, এই রাজ্যেও হবে। বলে রাখা ভালো, গতকাল বিধায়কদের নিয়ে শুভেন্দু অধিকারী ‘দ্য কাশ্মীর ফাইলস’ ছবিটি দেখতে গিয়েছিলেন। ওদিকে এই ছবিকে কেন্দ্র করেই তোলপাড় হয় কলকাতার নবীনা সিনেমা হল৷ গতকাল এক শো শেষ হতেই হলের বাইরে ‘জয় শ্রী রাম’ ধ্বনি তোলেন বিজেপি’র সমর্থকরা৷ কাশ্মীরি পণ্ডিতদের ন্যায় বিচারের দাবিতে ওঠে ‘ভারত মাতা কি জয়’ ধ্বনি৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *