কলকাতা: নিয়োগ দুর্নীতি ইস্যু নিয়ে রাজ্যে যা যা হচ্ছে তা আলাদা করে বলার অপেক্ষা রাখে না। এই নিয়ে রাজনৈতিক তরজাও চলছে জোরদার। ইতিমধ্যেই কলকাতা হাইকোর্ট একাধিক নির্দেশ দিয়েছে এবং অনেক অবৈধ চাকরিপ্রার্থীর যে চাকরি চলে যাবে তাও নিশ্চিত হয়েছে। সুপ্রিম কোর্ট মঙ্গলবার একটি রায় দিয়েছে যদিও তা একটি ক্ষেত্রের জন্য। তবে বাকিদের সঙ্গে আদতে কী হবে তা অজানা। এসএসসিও ইতিমধ্যে অবৈধ চাকরিপ্রার্থীদের তালিকা তৈরি করেছে বলে খবর। এই আবহেই বড় দাবি করলেন বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারী। তিনি বলেন, আগামী মাসেই হাজার হাজার চাকরি যাবে।
আরও পড়ুন- এবার শুভেন্দুকে নোটিস তমলুক থানার, ৪৮ ঘণ্টার মধ্যে জানাতে হবে জেরার সময় এবং স্থান
বনগাঁয় বিজেপির বিজয়া সম্মেলনীতে এসে রাজ্যের বিরোধী দলনেতা দাবি করেন, নভেম্বর মাসে হাজার হাজার চাকরি যাবে, তখন সবাই মজা দেখতে পাবেন। দুর্নীতির খাতায় নাম লিখিয়ে যারা বেআইনিভাবে চাকরি নিয়েছিল তারা কলকাতায় গিয়ে টাকা ফেরত চাইবে বলেও দাবি করেছেন শুভেন্দু। তবে শুরু চাকরি ইস্যু নিয়ে কথা বলে সরকারের অস্বস্তি বাড়াননি তিনি। ফের একবার সিএএ ইস্যু নিয়ে মন্তব্য করে জল্পনা তৈরি করছেন বঙ্গ বিজেপির এই শীর্ষ নেতা। তাঁর কথায়, সিএএ পাস হয়েছে দিল্লিতে, খুব তাড়াতাড়ি তা বঙ্গে চালু হবে। পরবর্তী সময়ে এনআরসিও চালু হয়ে যাবে বলে দাবি করেন তিনি।
এদিন অবশ্য সুপ্রিম কোর্ট প্রাথমিকে ২৬৯ জনের চাকরি থেকে বরখাস্তের নির্দেশের ওপরে অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ জারি করেছে। পাশাপাশি প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি মানিক ভট্টাচার্যের পদ থেকে সরিয়ে দেওয়া সঠিক সিদ্ধান্ত নয় এমনটা জানিয়ে অপসারণ নিয়ে হাইকোর্টের নির্দেশেও স্থগিতাদেশ দেওয়া হয়েছে। যদিও মানিক ভট্টাচার্যকে পুনর্বহালের কোনও নির্দেশ দেয়নি সুপ্রিম কোর্ট।