নাম না করে কাকে ‘লেডি তুঘলক’ বললেন সুকান্ত?

নাম না করে কাকে ‘লেডি তুঘলক’ বললেন সুকান্ত?

কলকাতা: পশ্চিমবঙ্গে বাড়তে চলেছে জেলার সংখ্যা। সোমবার নবান্ন থেকে সাংবাদিক বৈঠক করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, রাজ্যে আরও সাতটি জেলা বাড়তে চলেছে। তবে এই সিদ্ধান্ত নিয়ে বিরোধী পক্ষ ইতিমধ্যেই সমালোচনা শুরু করেছে। মানুষের কথা ভাবা হয়নি বলেই তোপ দেগেছে কংগ্রেস, বিজেপি। এদিকে এক ধাপ এগিয়ে নাম না করে মমতা বন্দ্যোপাধ্যায়কে ‘লেডি তুঘলক’ বলেও কটাক্ষ করেছেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার।

আরও পড়ুন- দিল্লিতে চার বিরোধী মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ, মুখোমুখি বৈঠকে বসছেন সোনিয়া-মমতা? 

এদিন একটি টুইট করে সুকান্ত লেখেন, ”৭টি নতুন জেলা তৈরির হঠকারী সিদ্ধান্ত নিয়েছেন লেডি বিন তুঘলক, স্থানীয় আবেগকে গুরুত্ব না দিয়ে। এটা অত্যাচারী শাসনের অন্যতম উদাহরণ। এমনিতেই পশ্চিমবঙ্গ সরকার ঋণে ডুবে রয়েছে। এই সিদ্ধান্তের জেরে ঋণের বোঝা আরও বাড়বে। ওদিকে দুর্নীতির নতুন রাস্তাও খুলে যাবে।” যদিও বিজেপির এই কটাক্ষের পাল্টা জবাব দিয়েছে তৃণমূল কংগ্রেসও। রাজ্যের শাসক দলের জবাব, তুঘলকের মতো আচরণ মোদী সরকারই করছে, অন্য কেউ নয়।

মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, আগামী ছয় মাসের মধ্যে এই সিদ্ধান্ত কার্যকর হবে বলে তিনি জানিয়েছেন। যদিও দ্রুততার সঙ্গে কাজ করা হচ্ছে। দক্ষিণ ২৪ পরগনায় সুন্দরবন হতে চলেছে নতুন জেলা। এছাড়াও বনগাঁ এবং বাগদাকে নিয়ে ইছামতি জেলা তৈরি হবে বলেও তিনি জানিয়েছেন। পাশাপাশি বসিরহাট, নদীয়ার রানাঘাট, বাঁকুড়ার বিষ্ণুপুর, মুর্শিদাবাদের বহরমপুর এবং কান্দিও নতুন জেলা হিসেবে আত্মপ্রকাশ করছে। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *