কলকাতা: রাজ্যের আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বহু দিন ধরে অভিযোগ করে আসছে বিজেপি। ২০২১ বিধানসভা ভোটের পর সেই অভিযোগ আরও বেশি মাত্রায় করা হচ্ছে। রাজ্যপাল থেকে শুরু করে বিজেপি কেন্দ্রীয় নেতৃত্ব এমনকি রাষ্ট্রপতির কাছেও বাংলার পরিস্থিতি নিয়ে অভিযোগ জানাতে দেরি করেনি গেরুয়া বাহিনী। আর সম্প্রতি এমন এক ঘটনা ঘটেছে যা বিজেপিকে আরও বড় হাতিয়ার দিয়েছে। এই নিয়েই তৃণমূল কংগ্রেসকে একহাত নিলেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার।
আরও পড়ুন- এগিয়ে এল গ্রীষ্মের ছুটি, দিনক্ষণ ঘোষণা করে দিলেন মুখ্যমন্ত্রী
পুলিশের কাছে বাড়তি নিরাপত্তা চেয়ে বাসন্তীর তৃণমূল বিধায়ক শ্যামল মণ্ডল চিঠি দিয়েছেন। এই ইস্যু নিয়েই সরব হয়েছে বিজেপি। সুকান্তর কথায়, রাজ্যে যেখানে শাসক দলের বিধায়ক নিরাপত্তাহীনতায় ভুগছেন, তাঁর বাড়তি নিরাপত্তা চাই, সেখানে সাধারণ মানুষ, বিরোধী নেতাদের কী অবস্থা তা আলাদা করে বলার অপেক্ষা রাখে না। এই প্রেক্ষিতেই বিজেপির রাজ্য সভাপতির দাবি, তৃণমূল যে ‘ফ্রাঙ্কেনস্টাইন’ বা ভস্মাসুর তৈরি করেছে তারাই এখন তাঁদের নেতাদের তাড়া করছে। তৃণমূল কংগ্রেস আসলে তোলাবাজি সম্প্রদায় সৃষ্টি করেছে। এখন তারাই তৃণমূলের নেতাদের ত্রাস হয়ে উঠছে।
আসলে নিজের নিরাপত্তা বৃদ্ধির দাবি করে বাসন্তীর তৃণমূল বিধায়ক শ্যামল মণ্ডল পুলিশকে জানিয়েছেন, বিভিন্ন জায়গা থেকে হুমকি ফোন আসছে তাঁর কাছে, তোলা চাওয়া হচ্ছে। কাজের সূত্রে রাজ্যের নানা জায়গায় তিনি যান। তাই এখন নিরাপত্তাহীনতায় ভুগছেন তিনি। পুলিশের তরফে যেন তাঁকে ২ জন বাড়তি নিরাপত্তারক্ষী দেওয়া হয়, এমনই দাবি জানিয়েছেন তিনি।