নিজেই আসুন, জেলে নিয়ে যান! সুকান্তের ‘ভেতর ঢোকাতে হবে’ মন্তব্যকে চ্যালেঞ্জ ফিরহাদের

নিজেই আসুন, জেলে নিয়ে যান! সুকান্তের ‘ভেতর ঢোকাতে হবে’ মন্তব্যকে চ্যালেঞ্জ ফিরহাদের

fc2107d07acbf0e4aa72c77a837e1c83

কলকাতা: তৃণমূল কংগ্রেসের জন্য যে সময়টা একদম ভাল যাচ্ছে না তা বলতে কোনও দ্বিধা নেই। পার্থ চট্টোপাধ্যায় থেকে শুরু করে অনুব্রত মণ্ডল আপাতত দুর্নীতি কাণ্ডে জেলে রয়েছেন। আরও অনেকের ওপর যে নজর আছে তা আলাদা করে বলতে লাগবে না। এই অবস্থায় দাঁড়িয়ে রাজ্যের অন্য এক মন্ত্রী ফিরহাদ হাকিমকে নিয়ে জল্পনা উদ্দীপক মন্তব্য করেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। মুর্শিদাবাদের বহরমপুরে এক জনসভা থেকে তিনি বলেন, ‘এবার হাকিমকে ভিতরে ঢোকাতে হবে’। তিনি যে এক্ষেত্রে জেলের কথাই বলছেন তা স্পষ্ট। তবে এর পাল্টা দিয়েছেন খোদ ফিরহাদ।

আরও পড়ুন- দিল্লির ‘ধমকে’ কাজ? সিবিআই নিয়ে দিলীপের সুর বদলাল

সুকান্তের মন্তব্যের পাল্টা মন্তব্য করে রাজ্যের মন্ত্রী বলেছেন, সুকান্ত নিজে আসুন, এজেন্সি নিয়ে। নিজেই তাঁকে ধরে নিয়ে যান জেলে। কিন্তু সম্মানহানি করবেন না। একই সঙ্গে ফিরহাদের দাবি, তিনি জেলে যেতে ভয় পান না। গোটা বিষয়ে ফিরহাদ আরও বলেছেন, তিনি মানুষের জন্য রাজনীতি করেন। এইভাবে তাঁর যেন সম্মানহানি না করা হয়। সরকারি সুকান্তকে নিশানা করেই তিনি বলেন, কোন মামলায় ফাঁসাবেন বলুন, এজেন্সি নিয়ে আসুন, জেলে নিয়ে যান। তিনি ভয় পান না। শুরু থেকেই তৃণমূল কংগ্রেস দাবি করে আসছে যে, কেন্দ্রীয় এজেন্সিগুলিকে বিজেপি সরকার নিজেদের স্বার্থে ব্যবহার করছে। সেই কারণেই বিরোধীদের উদ্দেশ্যে লাগিয়ে দেওয়া হচ্ছে তাঁদের।

বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের মন্তব্য পর আরও জোরাল আক্রমণ শুরু করেছে ঘাসফুল শিবির। প্রসঙ্গত, সুকান্তর মূল বক্তব্য ছিল, পার্থ চট্টোপাধ্যায় এবং অনুব্রত মণ্ডলের মধ্যে প্রতিযোগিতা চলছে। এবার হাকিমকে ভিতরে ঢোকাতে হবে। তাঁকেও ভিতরে ঢোকানোর ব্যবস্থা করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *