কাঁথি: বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে শুভেন্দু অধিকারীর পাড়া থেকে ‘গাছ লাগান জীবন বাঁচান, পরিবেশ বাঁচান’ ডাক দিলেন কাঁথি পুরসভার উপ পুরপ্রধান সুপ্রকাশ গিরি। আজ ৫ জুন বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে কাঁথি পুরসভা ও কাঁথি থানার পক্ষ থেকে বিশেষ কর্মসূচির আয়োজন করা হয়। কাঁথি পুরসভা একাধিক এলাকায় থেকে সাফাই অনুষ্ঠানের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। হাতে ঝাঁটা ও কাঠের সামগ্রী দিয়ে কাঁথি শহরে পরিষ্কার করেন পুলিশ আধিকারিক থেকে পুরসভা আধিকারিকরা। পাশাপাশি শহরে একাধিক জায়গা গাছ লাগানো হয়। অগ্রভাগে সাফাই অভিযান করেন কাঁথি পুরসভার পুরপ্রধান সুবল মান্না, উপ পুরপ্রধান সুপ্রকাশ গিরি ও কাঁথি থানার আইসি অমলেন্দু বিশ্বাস সহ একাধিক পুলিশকর্মী থেকে পুরসভার কর্মচারীরা। কাঁথি থানার আইসি ও পুরসভার পুরপ্রধান, উপপুরপ্রধান সহ কর্মীদের দেখে সাফাই করতে দেখে আপ্লুত শহরবাসী।
কাঁথি পুরসভা পুরপ্রধান সুবল মান্না বলেন, ‘‘বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে কাঁথিবাসীকে বিশেষ উপহার দিতে চাই। প্রত্যেক ওয়ার্ড়ে ১০ টি করে গাছ লাগাতে চাই। আমরা সিদ্ধান্ত নিয়েছি প্রচুর পরিমাণে গাছ লাগাবো। কাঁথি শহরে দোকানদারদের হুঁশিয়ারি দেন।অবিলম্বে প্লাস্টিক বন্ধ করতে হবে। তা নাহলে আগামী দিনে দোকানদারের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে৷”
কাঁথি পুরসভা উপ পুরপ্রধান সুপ্রকাশ গিরি বলেন, ‘‘পরিবেশ সচেতন থাকবেন, যেমন মন কেউ সচেতন রাখবেন।গাছ লাগান জীবন বাঁচান, গাছ লাগান পরিবেশ বাঁচান! আমরা রাস্তায় নেমেছি। কাঁথি শহরের সমস্ত মানুষকে সচেতন করছি। আগামী দিনে কাঁথি শহর সহ শহরের পার্শ্ববর্তী এলাকায় সবুজায়ন করার জন্য সেই লক্ষ্যে এগোচ্ছি। তিনি আরও বলেন নির্বাচনের আগে আমরা যে প্রতিশ্রুতি দিয়েছিলাম শিশু ও বৃদ্ধদের পার্ক খুব দ্রুত সম্পন্ন হবে। কাঁথির মানুষের দাবি মেনেই একাধিক ফাঁকা জায়গা দেখেই শিশুদের জন্য একাধিকবার পার্ক তৈরি করা হবে৷’’