হেফাজতে পেল না সিবিআই, আর্জি খারিজ করে সুবীরেশকে জেলে পাঠাল আদালত

হেফাজতে পেল না সিবিআই, আর্জি খারিজ করে সুবীরেশকে জেলে পাঠাল আদালত

f31a2608f728ff22a5afcbb75553019e

কলকাতা: এসএসসির প্রাক্তন চেয়ারম্যান তথা উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সুবীরেশ ভট্টাচার্যকে জেল হেফাজতের নির্দেশ দিল আলিপুরের বিশেষ আদালত। গ্রেফতার করার পর সিবিআই তাঁকে নিজেদের হেফাজতে চেয়েছিল। কিন্তু আদালত এই আর্জি খারিজ করে দিয়েছে। ফলত, তাঁকে জেল হেফাজতেই পাঠিয়েছে। আদালতের নির্দেশ, আগামী ১০ দিন সুবীরেশ ভট্টাচার্য জেলেই থাকবেন। অর্থাৎ দুর্গাপুজোতে গারদের ভিতরেই থাকতে হবে তাঁকে।

আরও পড়ুন-পুজো আটকেছে পুলিশ! হাইকোর্টের দ্বারস্থ বিজেপি নেতার দাদা

নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেফতার হয়েছেন এসএসসি’র প্রাক্তন চেয়ারম্যান তথা বর্তমানে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সুবীরেশ ভট্টাচার্য। তাঁকে গ্রেফতার করার আগে একাধিকবার তাঁকে জিজ্ঞাসাবাদ করেছিল সিবিআই। তাঁর বাড়ি, বিশ্ববিদ্যালয়ের অফিস সব জায়গায় তল্লাশি চালায় তারা। শেষে তাঁকে গ্রেফতার করা হয়। কিন্তু আজ হঠাৎ তাদের আবেদন কেন খারিজ করল আদালত? এই নিয়ে একটা ধন্দ তৈরি হয়েছে এবং আদালত সিবিআইকে ‘ধমক’ দিয়েছে বলেও জানা গিয়েছে।

আসলে সুবীরেশের আইনজীবীদের অভিযোগ, গত সাত দিন ধরে নিজাম প্যালেসে সিবিআই হেফাজতেই ছিলেন সুবীরেশ। কিন্তু এই সাত দিনে তাঁকে একবারও জেরা করার জন্য ডাকা হয়নি। এমনকি আদালতের একটি নির্দেশে বলা হয়, সুবীরেশকে জেরা করার সময় তাঁর আইনজীবীকে অন্তত এক ঘণ্টার জন্য থাকতে দিতে হবে। সেই নির্দেশও সিবিআই মানেনি বলে অভিযোগ। এদিকে, সিবিআইয়ের তরফে দাবি করা হয়েছে সুবীরেশ ভট্টাচার্য তদন্তে সহযোগিতা করছেন না। এখানেই প্রশ্ন, তাঁকে যদি জেরাই না করা হয়ে থাকে তাহলে সিবিআই এমন দাবি কী ভাবে করে?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *