কলকাতা: না। ডিসেম্বরে দেওয়া তারিখের প্রথম দিন আর কিছু হল না। বরং নতুন করে তারিখ দেওয়া হল। রাজ্যের রাজনীতিতে চলতি ডিসেম্বর মাস অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে বহুল চর্চা চলছে। উক্ত দিনে এবার দিন, মাস, বছর বদল হয়ে গেল।
শুভেন্দু অধিকারী আগেই জানিয়েছিলেন, ১২ ডিসেম্বর রাজ্যে কোনও বড় ঘটনা ঘটবে৷ কিন্তু তেমন কিছুই সারাদিন ঘটল না। বলা ভালো, বিজেপির সভামঞ্চ থেকেও এদিন বিশেষ কোনও বার্তা দেওয়া হল না। এদিন সভামঞ্চ থেকে বদলে গেল নির্দিষ্ট দিন। আগামী বছর ১৩ জানুয়ারির মধ্যে দিনক্ষণ বদলের ডাক দিলেন। সব চেয়ে বড় ডাকাত ও ধেড়ে ইঁদুর ধরা পড়ার কথাও বললেন তিনি।
এর আগে ধেড়ে ইদুর ধরা পড়ার বিষয়ে মন্তব্য করেছিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। সেই সুরেই ধেড়ে ইদুর প্রসঙ্গ তুললেন শুভেন্দুও। কিন্তু কাকে বড় ডাকাত, আর কাকে ধেড়ে ইদূর বলে নাম না করে কটাক্ষ করলেন! তাই নিয়ে কোনও পরিষ্কার ইঙ্গিত দিলেন না।
দক্ষিণ কলকাতার হাজরায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এলাকায় সোমবার সভা করলেন শুভেন্দু অধিকারী ও সুকান্ত মজুমদার। পিসি চোর, ভাইপো চোর বলে স্লোগানও তোলেন শুভেন্দু। বেশ কয়েক মাস আগে থেকেই রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ডিসেম্বর মাসকে ইঙ্গিত করছিলেন। রাজ্য- রাজনীতিতে ডিসেম্বর মাসে বড় ধরনের পট পরিবর্তন হবে বলেও দাবি করছিল বিজেপি। ডিসেম্বর শুরু হলেও কোনও জোরালো ধাক্কা রাজ্য বিজেপির তরফ থেকে আসেনি। শুভেন্দুও কোনও বড় ধরনের বোমা ফাটাননি। তৃণমূলের তরফ থেকে দলের মুখপাত্র কুণাল ঘোষ এই নিয়ে কটাক্ষও করেন।
দিন কয়েক আগে শুভেন্দু তিনটি তারিখের উল্লেখ করেছিলেন। শুভেন্দু বলেছিলেন, “ডিসেম্বরের ১২, ১৪, ২১ তিনটি দিন খুব গুরুত্বপূর্ণ। ওয়েট অ্যান্ড ওয়াচ।” হাজরা এলাকায় শুভেন্দুর সভার ডাকও দেওয়া হয়েছিল। এদিনের সভায় প্রচুর মানুষ উপস্থিত হলেও বোমা ফাটালেন না শুভেন্দু। বরং ১৩ জানুয়ারি নতুন একটি দিনের কথা বললেন। ১৩ জানুয়ারির মধ্যে বড় রাজনৈতিক বদলের ইঙ্গিত করলেন রাজ্যের বিরোধী দলনেতা। নতুন তারিখের বিষয়ে তৃণমূলের তরফে ফের কটাক্ষ করা হয়েছে। এভাবে নতুন নতুন তারিখ বলে আসলে রাজ্যের মানুষকে বিভ্রান্ত করা হচ্ছে বলে মত কুণাল ঘোষের।