রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস চত্বরে বিক্ষোভে পড়ুয়াদের

রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস চত্বরে বিক্ষোভে পড়ুয়াদের

কলকাতা:  অফলাইনে পরীক্ষার নোটিশ দেওয়া হয়েছে রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে। কিন্তু অনলাইনে পরীক্ষা দিতে মোটেই রাজি নয় পড়ুয়ারা। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের বিরোধিতা করেই এবার সল্টলেক ক্যাম্পেসে বিক্ষোভ দেখালেন পড়ুয়ারা। তাঁরা অভিযোগ করেছেন, সম্পূর্ণ ক্লাস অনলাইনে হয়েছে। হঠাৎ করে ১০ দিন আগে জানানো হচ্ছে অফলাইন পরীক্ষা হবে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের এই সিদ্ধান্তের বিরোধিতা করেই পড়ুয়ারা বিক্ষোভ দেখাচ্ছেন বলে জানা গিয়েছে। 

অনলাইনে পরীক্ষার দাবিতেই মূলত পরীক্ষার্থীরা বিক্ষোভ দেখান। বিক্ষোভকারী পড়ুয়াদের একাংশের দাবি, ১০ দিনের নোটিশে তাঁদের অফলাইনে পরীক্ষার কথা বলা হয়েছে।এমনকী, অ্যাডমিট কার্ডেও অনলাইনে পরীক্ষার কথা লেখা রয়েছে। তাহলে কেন তাদের অফলাইনে পরীক্ষা নেওয়া হবে। বিশ্ববিদ্যালয়ের এই ক্যাম্পাসে মূলত দূর শিক্ষার মাধ্যমে পড়াশোনা হয়। পড়ুয়ারা দাবি করেছেন, কিছু কিছু বিভাগে হাত গোনা কয়েকটা অফলাইন ক্লাস হয়েছে। কিন্তু বেশিরভাগ বিভাগে সেটাও হয়নি। পুরোটাই অফলাইনে ক্লাস হয়েছে। এই পরিস্থিতিতে পড়ুয়াদের পক্ষে অফলাইনে পরীক্ষা দেওয়া সম্ভব নয়। 

বিক্ষোভকারী পড়ুয়াদের একাংশের দাবি, অনলাইনে পরীক্ষা হলে কোনওভাবে কোভিড বিধি ভঙ্গ হবে না। তেমনি গ্রীষ্মের দাবদাহে পড়ুয়াদের পরীক্ষা দিতে ক্যাম্পাসে যেতে হবে না। অন্যদিকে, শুক্রবার বিক্ষোভ সরাতে গেলে পুলিশের সঙ্গে পড়ুয়াদের ধ্বস্তাধ্বস্তি হয়। এরমধ্যেই কয়েকজন ছাত্রী অসুস্থ হয়ে পড়ে। তাঁদের বিধাননগর মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

গত দুই বছর আগে দেশে করোনা পরিস্থিতির জেরে অনলাইন ক্লাস ও পরীক্ষা শুরু হয়। করোনা মহামারীর জেরে স্কুল-কলেজে গিয়ে ক্লাস করা বা পরীক্ষা দেওয়া কার্যত অসম্ভব হয়ে পড়ে। সম্পূর্ণ বিষয়টি অনলাইনের মাধ্যমে হয়। এরপর পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হতে শুরু করেছে। অফলাইন ক্লাস বা পরীক্ষা চালু হয়। কিন্তু অফলাইন পরীক্ষার প্রতি পড়ুয়াদের মধ্যে অনীহার সৃষ্টি হয়েছে। পড়ুয়ারা অনলাইনে পরীক্ষাকে পছন্দ করছেন। সেই অনলাইন পরীক্ষার দাবিতে রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের সল্টলেক ক্যাম্পাস কার্যত যুদ্ধক্ষেত্রে পরিণত হয়। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *