মন কি বাত অনুষ্ঠান মোদির মুখে সাঁওতালি অধ্যাপকের নাম, আবেগ প্লাবিত শ্রীপতি টুডু

মন কি বাত অনুষ্ঠান মোদির মুখে সাঁওতালি অধ্যাপকের নাম, আবেগ প্লাবিত শ্রীপতি টুডু

পুরুলিয়া: সিধো কানহো বিশ্ববিদ্যালয়ের সাঁওতালি বিভাগের অধ্যাপক শ্রীপতি টুডু। দীর্ঘদিন ধরে তিনি সাঁওতালি ভাষাকে আরও মজবুত করতে কাজ করে চলেছেন। তিনি সম্প্রতি অভিধান সাঁওতালি ভাষায় অনুবাদ করছেন। আর তাঁর এই কাজের কথাই মন কি বাত অনুষ্ঠানে উল্লেখ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। দেশের প্রধানমন্ত্রীর মুখে নিজের নাম শুনে আবেগপ্লাবিত হয়ে পড়েছেন শ্রীপতি টুডু। 

সর্বভারতীয় সংবাদমাধ্যমককে দেওয়া এক সাক্ষাৎকারে শ্রীপতি টুডু বলেন, অনেকদিন ধরেই তিনি শুনছেন, দেশ সংবিধান অনুযায়ী শোনেন। তাই আগ্রহের বশেই তিনি সংবিধান পড়া শুরু করেন। সংবিধান পড়ার শেষে তিনি বুঝতে পারেন, এমন অনেক জিনিস সংবিধানে রয়েছে, যা সকলে জানেন না। কিন্তু সকলের জানা খুব প্রয়োজন। সেই কারণেই তিনি সংবিধান সাঁওতালিদের জন্য অলচিকি ভাষায় অনুবাদ শুরু করেন। তিনি বলেন, ঠিক যেভাবে সংবিধান লেখা হয়েছে। ঠিক সেইভাবেই তিনি সংবিধানকে অলচিকি ভাষার অনুবাদ করছেন। এর জেরে ছাত্র-ছাত্রী থেকে সাধারণ মানুষ নিজেদের মৌলিক অধিকার সম্পর্কে জানতে পারবেন। যার ফলে কেউ তাঁদের আর ঠকাতে পারবেন না। 

প্রধানমন্ত্রী মন কি বাত অনুষ্ঠানে শ্রীপতি টুডুর কথা বলেন। তিনি সাঁওতালি ভাষাকে নিয়ে নিরলস কাজ করার জন্য শ্রীপতি টুডুর নাম উল্লেখ করেন। এই প্রসঙ্গে সর্ব ভারতীয় সংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, এটা জেনে ভালো লাগছে প্রধানমন্ত্রী আমার কথা শুনেছেন। এটির কথা উল্লেখ করার জন্য তাঁকে অসংখ্য ধন্যবাদ। প্রসঙ্গত, রবিবার মন কি বাত অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আঞ্চলিক ভাষা নিয়ে কথা বলেন। সেখানেই উদাহরণ হিসেবে শ্রীপতি টুডুর কথা উল্লেখ করেন। তিনি বলেন, ভারতে এমন অনেক মানুষ রয়েছেন, যাঁরা ভাষা ও বৈচিত্রকে আরও মজবুত করতে নিরলস সাধনা করে চলেছেন। পশ্চিমবঙ্গের শ্রীপতি টুডু সাঁওতালি মানুষের জন্য অলচিকি ভাষায় সংবিধান অনুবাদ করছেন।         

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

18 + 16 =