বড় দুর্ঘটনা থেকে রক্ষা, কলকাতায় জরুরি ভিত্তিতে অবতরণ স্পাইস জেটের বিমানের

বড় দুর্ঘটনা থেকে রক্ষা, কলকাতায় জরুরি ভিত্তিতে অবতরণ স্পাইস জেটের বিমানের

কলকাতা:  ফের সংবাদের শিরোনামে স্পাইসজেট। বাগডোগরা থেকে স্পাইসজেটের বিমানটি ছাড়ে। গন্তব্য ছিল কর্ণাটক। কিন্তু মাঝ আকাশে বিপত্তি। তার জেরেই জরুরি ভিত্তিতে স্পাইসজেটের বিমানটিকে কলকাতা বিমান বন্দরে নামানো হয়। বাগডোগরা ছাড়া পরেই দেখা যায়, বিমানে প্রয়োজনের তুলনায় কম জ্বালানি রয়েছে। মাঝ আকাশে বিপদ হতে পারে। তাই জরুরি ভিত্তিতে বেঙ্গালুরুগামী বিমানটিকে নামানো হয়। 

বাগডোগরা বিমান বন্দর সূত্রের খবর, বুধবার সকাল ৯টা নাাদ বিমানটির বাগডোগরা থেকে বেঙ্গালুরুর উদ্দেশে ওড়ার কথা ছিল। কিন্তু রহনা হওয়ার কিছু আগেই সেখানে যান্ত্রিক ত্রুটি দেখতে পাওয়া যায়। কোনও ধরনের ঝুঁকি না নিয়ে বিমানটিকে পরে ওড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়। দুপুর ঠিক ১টা ২৪ মিনিটে বিমানটি গন্তব্যের উদ্দেশে ওড়ে। 

কলকাতা বিমানবন্দর সূত্রে জানা গিয়েছে, কলকাতার আকাশে থাকার সময় পাইলট বুঝতে পারেন বিমানে পর্যাপ্ত জ্বালানি নেই। এরপরেই পাইলট আন্তর্জাতিক বিমান বন্দরের এয়ার ট্রাফিক কন্ট্রোলের সঙ্গে যোগাযোগ করেন। বিমানবন্দরে নামার অনুমতি চান। কলকাতা বিমান বন্দর থেকে পর্যাপ্ত জ্বালানি নিয়ে দুপুর ২টো ২৬ মিনিটে বিমানটি বেঙ্গালুরুর উদ্দেশে রওনা দেয়। 

কিছুদিন আগের সংবাদের শিরোনামে উঠে এসেছিল স্পাইস জেট। মুম্বই থেকে আসানসোল আসছিল বিমানটি। কাজী নজরুল ইসলামে বিমানটির অবতরণের কথা ছিল। কিন্তু বিমানবন্দর থেকে প্রায় ১০০ কিলোমিটার দূরে প্রবল ঝড়ের মুখে পড়ে বিমানটি। বিমানে প্রচণ্ড ঝাঁকুনি দিতে শুরু করে। বিমানের কম বেশি সকল যাত্রী আহত হন। সিট বেল্ট ছিঁড়ে যায়।  বিমানের ভিতর থেকেই বাইরের বিদ্যুতের ঝলকানি দেখতে পাওয়া গিয়েছিল। তাঁরা বৃষ্টিও বুঝতে পারছিলেন বলে স্পাইস জেটের যাত্রীরা জানান। 
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

9 − five =