কলকাতা: কাঁথির শ্মশানে স্টল বিলি সংক্রান্ত মামলায় বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারীর ভাই সৌমেন্দু অধিকারীর রক্ষাকবচ বহাল। আগামী শুক্রবার পর্যন্ত সৌমেন্দুর বিরুদ্ধে এই মামলায় কোনও কঠোর পদক্ষেপ করা যাবে না। এমনটাই জানিয়েছে কলকাতা হাইকোর্ট। ওই দিন নতুন করে মামলার শুনানি হবে। গতকাল ব্যক্তিগত কারণে এই মামলা থেকে অব্যাহতি নেন বিচারপতি বিবেক চৌধুরী। এর পর মামলাটি নতুন করে বিচারপতি অজয় কুমার মুখোপাধ্যায়ের এজলাসে শুনানির জন্য ধার্য করেন প্রধান বিচারপতি। সেই অনুযায়ী মামলার শুনানি হবে নতুন বেঞ্চে।
আরও পড়ুন- আপাতত নিরাপত্তা দেবে রাজ্যই, অর্জুনের মামলায় জানাল আদালত
ইলেকট্রিক চুল্লির জন্য নির্দিষ্ট করে রাখা জমিতে বেআইনিভাবে দোকান তৈরি করে তা নগদে বিক্রি করার অভিযোগ উঠেছে কাঁথির অধিকারী পরিবারের বিরুদ্ধে। বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর ভাই সৌমেন্দুর বিরুদ্ধেই মূল অভিযোগ। ইতিমধ্যেই এই ঘটনায় দু’জন গ্রেফতার হয়েছেন। আগামী বুধবার এই মামলার পরবর্তী শুনানি হওয়ার কথা ছিল কিন্তু মাঝেই বিচারপতি বিবেক চৌধুরী ব্যক্তিগত কারণে সরে দাঁড়ানোয় সেই শুনানি হচ্ছে না। আগামী শুক্রবার নতুন করে হবে মামলার শুনানি।
কাঁথি পুরসভা যাদের নামে পুলিশে মামলা রুজু করেছিল তাদের মধ্যে রয়েছে কাঁথি পুরসভার এক কনট্রাক্টর শান্তিনাথ দাস অধিকারী, কাঁথি পুরসভার সাব অ্যাসিস্টেন্ট ইঞ্জিনিয়ার দিলীপ বেরার নাম। এছাড়াও সৌমেন্দু অধিকারীর নাম তো আছেই। শ্মশানের জমিতে বেআইনিভাবে দখল করে সেখানে দোকান বসিয়ে কোটি কোটি টাকার ব্যবসা চালাচ্ছে বলে অভিযোগ রাজ্যের বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারীর ভাই সৌমেন্দু অধিকারীর বিরুদ্ধে।