এমন দুর্নীতি বিশেষ দেখা যায়নি! পার্থকাণ্ডে মত সৌগতর

এমন দুর্নীতি বিশেষ দেখা যায়নি! পার্থকাণ্ডে মত সৌগতর

কলকাতা: শিক্ষক নিয়োগ দুর্নীতি কাণ্ডে গ্রেফতার হয়েছেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। ইডি তাঁকে গ্রেফতার করেছিল পরে সিবিআইও করে। আপাতত তিনি জেল হেফাজতেই রয়েছেন। পুজোর আগে জামিনের জোর আবেদন করেছিলেন কিন্তু পাননি। এবার তাঁর জন্য আরও অস্বস্তি বাড়ালেন তৃণমূল কংগ্রেসের সাংসদ সৌগত রায়। পার্থ কাণ্ডের কথা টেনে তিনি মন্তব্য করলেন, এমন দুর্নীতি বিশেষ দেখা যায় না! লোকের কাছে কী জবাব দেবেন তিনি, এমনও প্রশ্ন করেন সৌগত।

আরও পড়ুন-অকল্পনীয় দুর্নীতি! প্রাথমিক টেট মামলায় CBI রিপোর্ট দেখে মন্তব্য বিচারপতি গঙ্গোপাধ্যায়ের

পার্থ চট্টোপাধ্যায় গ্রেফতার হওয়ার পর তাঁর সব পদ চলে গিয়েছে। সরকার হোক কিংবা দল, তাঁর ওপর থেকে যে দায় তারা সকলে ঝেড়ে ফেলেছে এই কথা বলাই যায়। কিন্তু তাঁকে যে অস্বস্তি আছে সেটা ঝেড়ে ফেল মোটেও সম্ভব নয়, এই কথা নেতৃত্ব জানে। তাই বার বার কার্যত পার্থর ওপরই পুরো দায় চাপিয়ে দেওয়ার একটা প্রবণতা দেখা যাচ্ছে বলে রাজনৈতিক বিশ্লেষকদের মত। এদিনও যেমন সাংসদ সৌগত রায় বলেন, ৫০ কোটি টাকার ছবি না দেখলে বিশ্বাস করতে পারতেন না তিনি। তাঁর কথায়, লালুপ্রসাদ জেল খাটলেও টাকা উদ্ধার হয়নি। আবার প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী সুখরামের থেকে ৩-৪ কোটি উদ্ধার হয়েছিল।

প্রসঙ্গত, আদালতের তরফ থেকে আগামী ৫ অক্টোবর পর্যন্ত জেল হেফাজতে থাকতে চলেছেন পার্থ চট্টোপাধ্যায়। এবার সিবিআই তাঁকে নিজেদের হেফাজতে রাখতে চায়নি। এতএব, বাঙালির শ্রেষ্ঠ উৎসবে এই বছর আর নিজের ক্লাব নাকতলায় থাকা হল না নিয়োগ কেলেঙ্কারিতে গ্রেফতার হওয়া রাজ্যের প্রাক্তন মন্ত্রীকে। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

eight + 6 =