স্বার্থপর লোক! সাহস থাকলে পদ ছাড়ুন, অন্য কাউকে জেতাব, জহরকে নিয়ে সৌগত

স্বার্থপর লোক! সাহস থাকলে পদ ছাড়ুন, অন্য কাউকে জেতাব, জহরকে নিয়ে সৌগত

কলকাতা: নিয়োগ দুর্নীতি মামলায় পার্থ চট্টোপাধ্যায়ের গ্রেফতারি এবং তাঁর ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়ের বাড়ি থেকে কোটি কোটি টাকা উদ্ধারের ঘটনায় ইতিমধ্যেই বিস্ফোরক মন্তব্য করেছেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ জহর সরকার। দুর্নীতি ধরা পড়তেই তাঁর বাড়ির লোকজন বলেছিলেন রাজনীতি ছেড়ে দিতে, এমন জানান তিনি। পাশাপাশি এও বলেন, আত্মসম্মান যদি না রাখতে পারেন তাহলে পদ ছেড়ে দেবেন। এই প্রসঙ্গেই তাঁর বিরুদ্ধে মুখ খুললেন অন্য এক তৃণমূল সাংসদ সৌগত রায়। চ্যালেঞ্জের সুরে বললেন, সাহস থাকলে তিনি পদ ছেড়ে দিন, তাঁরা অন্য কাউকে জিতিয়ে আনবেন।

আরও পড়ুন- সন্তানহারা মেয়র পারিষদের বাড়িতে মুখ্যমন্ত্রী, আশ্বস্ত করলেন পরিবারকে

সংবাদমাধ্যমে একান্ত সাক্ষাৎকার দিয়ে তৃণমূল কংগ্রেসকে বড় অস্বস্তিতে ফেলেছেন সাংসদ জহর সরকার। ‘তৃণমূলের শরীরের একটা অংশ পচে গিয়েছে’, ‘কেমন যেন গা শিরশির করে’, এই ধরনের মন্তব্য করতে শোনা গিয়েছে তাঁকে। এবার এই ইস্যুতেই তাঁর বিরুদ্ধে আরও বিস্ফোরক কথা বললেন সাংসদ সৌগত রায়। তিনি বলেন, ”তৃণমূলে আছেন কেন? সাহস থাকলে পদত্যাগ করুন রাজ্যসভা থেকে। তাতে অবশ্য উনি লাকি। একটা সরকারি পেনশন পাচ্ছেন, রাজ্যসভার পেনশন পাবেন।” সৌগত আরও বলেন, নিজে বলছেন তো ছেড়ে দিন। উনি গেলে কিছু ক্ষতি হবে না। লাভই হবে। এরম আত্মকেন্দ্রিক লোক, স্বার্থপর লোক থাকা উচিত নয়।

এখানেই থেমে থাকেননি তৃণমূল সাংসদ। স্পষ্ট করে আরও বলেন, ”জহর সরকারের মতো লোক স্বার্থ ছাড়া কিছু বোঝে না। জহর সরকার একদিনের জন্যে রাজ্যসভার মেম্বার হওয়ার আগে তৃণমূলের মিছিলে হাঁটেননি। কোনও স্যাক্রিফাইস নেই। একটা তৃণমূলের লোকের উপকার করেননি। কে ওঁর কথা শোনে, কী গুরুত্ব আছে ওঁর রাজনৈতিক ভাবে?” একইসঙ্গে তিনি জহর সরকারের বিরুদ্ধে দলীয় শৃঙ্খলাভঙ্গের অভিযোগ এনে ব্যবস্থা নেওয়ার দাবি করেছেন।  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ten + 9 =