‘পিঠে তাল পড়লে…’ আবার বিস্ফোরক মন্তব্য করে বসলেন সৌগত

‘পিঠে তাল পড়লে…’ আবার বিস্ফোরক মন্তব্য করে বসলেন সৌগত

কলকাতা: বিরোধীদের আক্রমণ শানিয়ে আগেও বিতর্কিত মন্তব্য করতে শোনা গিয়েছিল তৃণমূলের বর্ষীয়ান সাংসদ সৌগত রায়কে৷ তিনি বিরোধীদের জুতোপেটা করার নিদান দিয়েছিলেন। তার পাল্টা আক্রমণ শানিয়ে মন্তব্য করেছিলেন বিজেপি সাংসদ দিলীপ ঘোষ। কিন্তু থেমে থাকলেন না সৌগত। এবার আরও একবার বিস্ফোরক মন্তব্য করলেন তিনি। বিরোধীরা তৃণমূলের সবাইকে চোর বলে কটাক্ষ করছে আর তাতেই চটে গিয়ে বিরূপ মন্তব্য করলেন তিনি।

আরও পড়ুন- ‘মমতার ১৪ তলার নবান্নও আমাদের হবে’, কলেজ স্ট্রিটের সভা থেকে হুঙ্কার দীপ্সিতার

বিজেপি সহ কংগ্রেস, সিপিএম নেতারা রাজ্যের বর্তমান পরিস্থিতি নিয়ে তৃণমূল কংগ্রেস সরকারকে কাঠগড়ায় তুলেছে। বলা হচ্ছে, তৃণমূলের সবাই চোর। এতেই প্রচণ্ড ক্ষুব্ধ হয়েছে তৃণমূল সাংসদ সৌগত রায়। তিনি বলেছেন, ভুল করে কেউ যেন না বলে যে তৃণমূলের সবাই চোর। তাহলে পিঠে তাল পড়লে দুঃখ করবেন না। তাঁর কথায়, রেগে গেলে মানুষের মাথা ঠিক থাকে না। কী করবেন কেউ জানে না। সৌগতর এই মন্তব্য আবার বঙ্গ রাজনীতিতে ঝড় তুলেছে। দক্ষিণ দমদম পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের জল প্রকল্পের উদ্বোধনে এসে এই মন্তব্য করেন সৌগত রায়।

আগে তাঁর যে মন্তব্য ছিল তার পাল্টা দিয়ে বিজেপি সাংসদ দিলীপ ঘোষ বলেছিলেন, ‘‘মোটা কালো ধুমসা একটা সাংসদ আছে৷ খালি বলে জুতো মারবে। কিছুই করতে পারবি না। তোর কাপড় খুলে দেবে কালকে লোক। আমি বলছি কলার ধরে নিয়ে এসে গাছের তলায় জুতোপেটা করতে পারি।”  দিলীপের আরও বক্তব্য ছিল, ”আমরা তুলে নিয়ে এসে এই অশ্বত্থ গাছের তলায় নিয়ে এসে জামাকাপড় খুলতে পারি। জুতোপেটা করতে পারি। তৃণমূলের কোনও বাপের বেটার হিম্মত নেই আটকে রাখার।” 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

two × 1 =