হাসপাতালে অনুব্রতকে ‘চোর’ বলে স্লোগান, সাবধানী পদক্ষেপ SSKM-এর

হাসপাতালে অনুব্রতকে ‘চোর’ বলে স্লোগান, সাবধানী পদক্ষেপ SSKM-এর

d73c980220e8a36b3570c3b11d11c597

কলকাতা: হাসপাতালে ভর্তি হওয়ার প্রয়োজন নেই তাঁর৷ এসএসকেএম থেকে অনুব্রত মণ্ডলকে ফিরিয়ে দিল সাত সদস্যের মেডিক্যাল বোর্ড৷ এদিকে, গরুপাচার কাণ্ডে সোমবারই তাঁকে তলব করেছিল সিবিআই৷ চিকিৎসার জন্য হাজিরা দিতে পারবেন না বলে ইমেল মারফত তিনি জানিয়েও দেন কেন্দ্রীয় তদন্তকারী অফিসারদের৷ কিন্তু, এবার কী করবেন অনুব্রত? হাজিরা দেবেন নিজাম প্যালেসে? এই প্রশ্নের মধ্যেই এসএসকেএম-এ অনুব্রতকে গরু চোর বলে বিদ্রুপ করলেন এক রোগীর আত্মীয়৷ তিনি হাড়োয়ার বাসিন্দা৷ নাম বাপ্পা৷ 

আরও পড়ুন- পাঁচ বছরে বিপুল সম্পত্তি বৃদ্ধি! কী ভাবে? ১৯ নেতা-মন্ত্রীর বিরুদ্ধে মামলায় ED-কে জুড়ল হাই কোর্ট

বিদ্রুপকারীর কথায়, ‘‘সবাই চোর বলে, আমিও বলেছি৷’’ তিনি আরও বলেন, ‘‘একজন গরু চোর ধরা পড়লে যে ভাবে পঞ্চায়েত প্রধান বা গ্রামের সদস্যরা অভিযুক্তকে গাছের সঙ্গে বেঁধে মারধর করেন, ওঁকে তেমনটাই করা উচিত৷ তাহলেই বুঝতে পারবেন উনি কতটা চোর, কী ভাবে গরু চুরি করেছেন৷ ’’ 

এদিকে, এর আগে পার্থ চট্টোপাধ্যায় মামলায় এসএসকেএম-এর ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছিল৷ বলা হচ্ছিল, এসএসকেএম অভিযুক্তদের নিরাপদ আশ্রয়৷ এবার আগে থেকেই কেবিন তৈরি ছিল৷ তা সত্বেও অনুব্রতকে ভর্তি নিলেন না চিকিৎসকরা৷ এটাকে এসএসকেএম-এর সাবধানী পদক্ষেপ হিসাবেই দেখা হচ্ছে৷ এদিন সকাল থেকেই মেডিক্যাল টিম ছিল দ্বিবিভক্ত৷ একদল চিকিৎসক ছিলেন অনুব্রতকে হাসপাতালে ভর্তি নেওয়ার পক্ষে৷ তাঁরা চেয়েছিলেন অনুব্রতকে হাসপাতালে ভর্তি রেখে তাঁর পরীক্ষা নীরিক্ষা করতে৷ অপর একটি দল ছিলেন এর বিপক্ষে৷ তাঁর বলেন, রোগী না দেখে কোনও সিদ্ধান্ত নয়৷ পরিস্থিতি এতটাই জটিল হয়ে ওঠে যে মেডিক্যাল বোর্ডের সঙ্গে কথা বলতে বসেন হাসপাতাল কর্তৃপক্ষ৷  অবশেষে চিকিৎসকরা জানিয়ে দেন হাসপাতালে ভর্তি হওয়ার প্রয়োজন নেই অনুব্রতর৷ চিকিৎসকরা পরীক্ষা করে জানিয়ে দেন, অনুব্রতর প্রায় সব সমস্যাই ক্রনি। তাই এই মুহূর্তে তাঁকে ভর্তি নেওয়ার প্রয়োজন নেই।